চতুর্থবার নিষিদ্ধ কিউই পেসার, তবে এবার ভিন্ন কারণে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
![চতুর্থবার নিষিদ্ধ কিউই পেসার, তবে এবার ভিন্ন কারণে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/18/doug-bracewell-673b14990a1e7.jpg)
ডগ ব্রেসওয়েল/ফাইল ছবি
মাদকদ্রব্য কোকেন সেবন করার দায়ে নিউজিল্যান্ডের পেসার ডগ ব্রেসওয়েলকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খবর ইএসপিএনক্রিকইনফো’র।
গত জানুয়ারিতে কিউইদের ঘরোয়া টুর্নামেন্টে সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটনের মধ্যকার ম্যাচে ২১ রান খরচায় ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩০ রান করে ম্যাচসেরা হয়েছিলেন ব্রেসওয়েল। সে ম্যাচের পর ডোপ টেস্টেই তার কোকেন সেবনের বিষয়টি ধরা পড়ে।
নিউজিল্যান্ডের স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশন নিশ্চিত করেছে, ব্রেসওয়েল প্রতিযোগিতার বাইরের সময় কোকেন ব্যবহার করেছেন এবং এটি খেলার সাথে সম্পর্কিত নয়। তাই তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলেও, চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় সেটি এক মাসে কমিয়ে আনা হয়।
এছাড়া নিষেধাজ্ঞাটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে এবং ইতোমধ্যে সেটি শেষ হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করেছেন এবং এটি থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং আমরা তাকে সহায়তা দিয়ে যাব।’
‘নিষেধাজ্ঞা’র অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয় ব্রেসওয়েলের। ২০১৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে এক বছরের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করা হয়। তার আগেও দুইবার (২০১০ এবং ২০০৮) একই অপরাধে শাস্তি হয় তার।