Logo
Logo
×

খেলা

সিডনি স্টেডিয়ামের যাদুঘরে রিজওয়ানের জার্সি ও গ্লাভস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

সিডনি স্টেডিয়ামের যাদুঘরে রিজওয়ানের জার্সি ও গ্লাভস

সংগৃহীত

অস্ট্রেলিয়ার অন্যতম ক্রিকেট ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। এই স্টেডিয়ামে একটি সংগ্রহশালাও রয়েছে। যেখানে এবার নিজের জার্সি ও গ্লাভস দান করেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সিডনিতে এটি দান করে আসেন রিজওয়ান।

জার্সি ও গ্লাভস দেওয়ায় রিজওয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এসসিজি ব্যবস্থাপকরা। ক্রিকেটের বৈশ্বিক ঐতিহ্য নিয়ে কাজ করছে তারা।

এসসিজি এক পোস্টে জানিয়েছেন, ‘ধন্যবাদ, মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচের পরে, পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তার এক জোড়া কিপিং গ্লাভস এবং একটি প্লেয়িং শার্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ড মিউজিয়ামে দান করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল অ্যাম্বাসেডর কামিল খান, যিনি খেলায় রিজওয়ানের অবদানের স্বীকৃতির প্রশংসা করেন। খান বলেন, ‘আমাদের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং জাদুঘরে এই বিশেষ মুহূর্তটি সংরক্ষণ করার জন্য এসসিজি-কে আন্তরিক ধন্যবাদ। এরকম একটি আইকনিক মঞ্চে পাকিস্তানের ক্রিকেটিং স্পিরিট উদযাপন করা সত্যিই সম্মানের।’

উল্লেখ্য, এর আগে ওয়ানডে সিরিজ চলাকালীন বাবার আজম তার একটি ব্যাট দান করেছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সংগ্রহশালায়। বাবর আজম তার সেই ব্যাটটি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম