Logo
Logo
×

খেলা

বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন তিন ভারোত্তোলক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫০ এএম

বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন তিন ভারোত্তোলক

সংগৃহীত

বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে খেলতে বাহরাইনে যাবেন তিন ভারোত্তোলক। ৬-১৫ ডিসেম্বর রাজধানী মানামায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

প্রতিযোগিতায় বিশ্বের বাঘা বাঘা ভারোত্তোলকদের সঙ্গে লড়তে যাচ্ছেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণজয়ী আনসারের মাবিয়া আক্তার সীমান্ত এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী দুই ভারোত্তোলক আনসারের বাকী বিল্লাহ ও সেনাবাহিনীর মারজিয়া আক্তার ইকরা। টুর্নামেন্টে মাবিয়া আক্তার ৭১ কেজি, মারজিয়া আক্তার ৫৫ কেজি এবং বাকী বিল্লাহ লড়বেন ৬৭ কেজি ওজন শ্রেণিতে।

গত বছর দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজিতে ব্রোঞ্জ জিতেছিলেন মারজিয়া আক্তার ইকরা। জাতীয় চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ রয়েছে তার।

এছাড়া গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে বাকী বিল্লাহ ৬৭ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে ২৩৩ কেজি তুলে স্বর্ণপদক জেতেন। এ বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা ভারোত্তোলক নির্বাচিত হন তিনি।

অন্যদিকে স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯৯ কেজিসহ মোট ১৮০ কেজি তুলে স্বর্ণ জিতেছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে সেরা এই ভারোত্তোলকদের বাছাই করা হয়েছে বলে জানান ফেডারেশনের সহসভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ।

তার কথা, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ ও অন্যান্য ফলাফলের ওপর ভিত্তি করে বাছাই করা হয়েছে এই তিন ভারোত্তোলককে। আমাদের প্রত্যাশা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভালো ফল বয়ে আনবেন তারা।’ জানা গেছে, আসন্ন টুর্নামেন্ট উপলক্ষে তিন মাস ধরে ভারোত্তোলন জিমনেশিয়ামেই অনুশীলন করছেন তিন ভারোত্তোলক। তবে ১৪০০ স্কয়ারফিট স্যাঁত স্যাঁতে একটি রুমে অনুশীলনের মান নিয়ে প্রশ্ন রয়েছে ভারোত্তোলকদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম