সংগৃহীত
দল নির্বাচনে ভূমিকা না থাকায় পাকিস্তানের সাদা বলের কোচিং থেকে অব্যাহতি নিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন। তার জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে অস্ট্রেলিয়া সফরে কোচিং করাচ্ছেন লাল বলের কোচ জেসন গিলেস্পি। তবে এই সফর শেষেই দায়িত্ব ছাড়তে পারেন তিনি। এই অবস্থায় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে কোচ খুঁজচ্ছে পিসিবি। যেখানে প্রাধান্য দেওয়া হতে পারে দেশিদের।
গুঞ্জন সাদা বলের দায়িত্বেই থাকতে চান গিলেস্পি। বাড়তি দায়িত্ব নিতে আগ্রহী নন তিনি। যে কারণে কারস্টেনের বিকল্প খোঁজা হচ্ছে। আর সেই জায়গায় পিসিবির নির্বাচক কমিটিতে থাকা সাবেক ক্রিকেটার আকিব জাভেদকে দেখা যেতে পারে। বোর্ডের এক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
অস্ট্রেলিয়ায় অবশ্য বেশ সাফল্য দেখিয়েছে গিলেস্পির দল। তার অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। যা ২২ বছর পর অজিদের মাটিতে পাকিস্তানের প্রথম সিরিজ জয়। এরপর অবশ্য টি-টোয়েন্টিতে দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠ। তিন ম্যাচের সিরিজ এরইমধ্যে ২-০ তে হেরে বসেছে পাকিস্তান। এখন হোয়াইটওয়াশ এড়াতে লড়বে দলটি।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে সেখান থেকেই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল। আর ওই সিরিজ থেকেই নতুন কোচ দেখা যাবে বলে বলা হচ্ছে। এক্ষেত্রে জোর গুঞ্জন আকিব জাভেদকে নিয়ে।
বর্তমানে জাতীয় দলের নির্বাচক কমিটিতে থাকা আকিবের অবশ্য কোচিং অভিজ্ঞতা থাকায় তারই নতুন দায়িত্বে আসার সম্ভাবনা বেশি। ঘরোয়া টুর্নামেন্ট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার সাফল্য রয়েছে। এ ছাড়া দেশি কোচ নেওয়ার আরেকটি কারণ– পাকিস্তান ক্রিকেটের পরিবেশ বোঝা এবং এর সঙ্গে ভালো পরিচিতি। দুটোই এগিয়ে রেখেছে দেশটির সাবেক ক্রিকেটার আকিবকে।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আর সেই সিরিজেই রিজওয়ান-বাবরদের দেখা যেতে পারে নতুন কোচের অধীনে।