Logo
Logo
×

খেলা

আর্জেন্টিনার জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম

আর্জেন্টিনার জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে বাংলাদেশ

সংগৃহীত

কাতার বিশ্বকাপে না থেকেও ছিল বাংলাদেশ। বাংলাদেশি ফুটবল প্রেমিদের চিনেছিল গোটা বিশ্ব। বিশেষ করে চিনেছিল আর্জেন্টিনা। যাদের প্রতিটি জয়ে আনন্দ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। হাজার মাইল দূরের কোনো দেশকে স্বার্থ ছাড়াই এভাবে সমর্থন যোগানো বিরল ঘটনা।

বাংলাদেশের সমর্থকরা সেই ভালোবাসায় দেখিয়েছে আর্জেন্টিনাকে। যা জানতে পেরে বিভিন্ন সময় বাংলাদেশি সমর্থকদের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি। এবার আরও একবার বাংলাদেশি সমর্থকদের সম্মান জানাল দেশটি। নিজেদের নতুন জার্সি উন্মোচনের প্রকাশিত ভিডিওতে বাংলাদেশি সমর্থকদের উদযাপনকে স্থান দিয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে ছিলেন দেশটির মহাতারকা লিওনেল মেসি। জার্সির স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের সাথে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে এই বিশেষ জার্সি। যেই ভিডিওতে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশকেও।

ভিডিওর ৪৮ ও ৪৯ সেকেন্ডে দেয়ালে ঝোলানো একটি টিভিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের সমর্থকদের উল্লাস। বাংলাদেশের একটি জায়গায় বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজারো বাংলাদেশি।


বাংলাদেশে চলা ছাত্র-আন্দোলনেও সমর্থন ছিল আর্জেন্টিনার মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজের। বাংলাদেশি ছাত্রদের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় পোস্ট দিয়েছিলেন তিনি। এছাড়াও দলটির কোচ ও বাকিরাও নানা সময় বাংলাদেশি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। মাঝে সেই ভালোবাসা থেকে বাংলাদেশে এসে ঘুরে গেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২০ নভেম্বর পেরুর বিপক্ষে নতুন এই জার্সি গায়ে মাঠে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে ২-১ গোলের হারের পর এখন ঘুরে দাঁড়ানোর মিশন মেসিদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম