এক পরিবর্তন নিয়ে মালদ্বীপের বিপক্ষে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
ফিফা প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে এক গোলে হেরে গেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজ দলের। সেই লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন রেখে মাঠে নামতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
কিংস অ্যারেনার এই ম্যাচটি যেকোনো মূল্যেই জিততে চাইছে বাংলাদেশ। তপু-মিতুলদের তাই মরিয়া হয়ে খেলতে হবে।
আজকের একাদশে নেই আগের ম্যাচে খেলা কানাডা প্রবাসী সৈয়দ কাজেম শাহ। তার জায়গায় আগের ম্যাচে বদলি খেলা মজিবর রহমান জনি সুযোগ পেয়েছেন।
কাবরেরার একাদশে গোলরক্ষক হিসেবে যথারীতি আছেন মিতুল মারমা। রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ ও ঈসা ফয়সাল।
মধ্যমাঠে রয়েছেন সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও জনি। দুই উইংয়ে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের পেছনে শেখ মোরসালিন থাকতে পারেন। কাবরেরা সাধারণত ৪-৪-২ ছক তথা ডায়মন্ড শেপে খেলিয়ে থাকেন। অনেক সময় তা ৪-৩-৩-এ রূপান্তরিত হয়।
আজকের ম্যাচটি কাবরেরার জন্য বড় পরীক্ষা। বছরের শেষ ম্যাচটি জয়ে রাঙাতে না পারলে তার চুক্তির মেয়াদ না বাড়ানোর দিকে হাঁটতে পারে বাফুফে।
বাংলাদেশ একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।