সংগৃহীত
সময়টা ভালো যাচ্ছিল না রোহিত শর্মার। ব্যাট হাতে ছন্দে নেই। তার নেতৃত্বে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাসের প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সব মিলিয়ে সমালোচনার শিকার হতে হচ্ছিল রোহিতকে।
তবে এসব পাশ কাটিয়ে আনন্দের খবর পেয়েছেন রোহিত। শনিবার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ভারতীয় অধিনায়ক। কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রোহিতপন্ত্রী ঋত্বিকা সাজদেহ মা হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে মা হয়েছেন তিনি। যে কারণে অস্ট্রেলিয়া সফরের দলে এখন পর্যন্ত যাননি রোহিত।
রোহিতের ঘরে আগেও একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৮ সালে এই দম্পতি সামাইরাকে জন্ম দেন।
সদ্য বাবা হওয়ায় আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রোহিতের না খেলার সম্ভাবনায় বেশি। যদিও কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, তিনি আশাবাদী রোহিত সেই ম্যাচের আগেই যোগ দেবেন।
ভারতের জন্য অবশ্য এই সিরিজটি অতি গুরুত্বপূর্ণ। সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন হয়ে গেছে ভারতের। সমীকরণ দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ায় ভারতকে ৪-০ ব্যবধানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিততে হবে। যা অস্ট্রেলিয়ায় বেশ কঠিনই হবে ভারতের। এমন সিরিজের আগে তাই রোহিতের না থাকাটাও বাড়তি চিন্তার কারণ ভারতের জন্য।