Logo
Logo
×

খেলা

বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ইমরুল, ছিলেন তামিম-আশরাফুল-নান্নু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ইমরুল, ছিলেন তামিম-আশরাফুল-নান্নু

সংগৃহীত

ফেসবুকে এক ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের জার্সিতে সেই বিদায়ী ম্যাচ ছিল আজ। শনিবার মিরপুর শের-ই বাংলায় ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমে ইমরুল ফিরেন ১৬ রানে।

পরে দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় ইমরুলকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।

এর আগে গত বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন ইমরুল। আর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন গত ২০১৯ সালে ভারতের বিপক্ষে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন ইমরুল। যেখানে তার রান ১৭৯৭। সেঞ্চুরি সংখ্যা ৩টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম