ভেনেজুয়েলাকে হারাতে না পেরে ভাগ্যকে দুষলেন ব্রাজিল কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র’ করেছে ব্রাজিল। অথচ, নামেভারে শক্তিশালী ব্রাজিল এ ম্যাচের জয়ের ব্যাপারেই আত্মবিশ্বাসী ছিল। র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ পিছিয়ে থাকা ও কখনো বিশ্বকাপ খেলতে না পারা ভেনেজুয়েলাকে সহজে হারাতে নেমে পয়েন্ট খুঁইয়েছে দলটি।
ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করেছেন। শেষ দিকে ১০ জনের দলকেও হারাতে পারেনি ব্রাজিল। এতকিছুর পরও সন্তুষ্ট দলটির কোচ দরিভাল জুনিয়র। আগামীতে ম্যাচ জয়ের জন্য ভাগ্যের সহায়তা চেয়েছেন তিনি।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। সবসময়ই তাদের এভাবে খেলতে বলি। আমরা ক্রমাগত প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছি, যা ব্রাজিলিয়ান ফুটবলের বৈশিষ্ট্য। আজকের ম্যাচে আমাদের ফিনিশিংয়ে ঘাটতি ছিল। সবকিছু বিবেচনার পর বলা যায় যে, আমরা আরও একটু ভাগ্যের সহায়তা পেতে পারতাম। তবে এটি একটি উপভোগ্য ম্যাচ ছিল।’
এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার দর্শনীয় গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ডের মাথায় বক্সের মাথা থেকে জোরাল শটে ম্যাচে সমতা ফেরান মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া। এরপর পেনাল্টি পেয়েও ম্যাচে জয় পায়নি ব্রাজিল। ভিনির পেনাল্টি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রোমো!
গোলমুখে এই ব্যর্থতা নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘আমরা আসলে গোলের সঠিক মুহূর্তে মারাত্মক ভুল করেছিলাম। কিন্তু দল নিরাপদেই ছিল। ম্যাচটি সবাই উপভোগ করেছে। দুই দলের কাছেই মাঝমাঠের খেলাই প্রাধান্য পেয়েছিল। আশা করি আমাদের এই উন্নতির ধারা অব্যাহত থাকবে।’