Logo
Logo
×

খেলা

ভিনিসিয়ুস: রিয়ালে হিরো ব্রাজিলে জিরো

শান্ত রিমন

শান্ত রিমন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

ভিনিসিয়ুস: রিয়ালে হিরো ব্রাজিলে জিরো

সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। যদিও এই ম্যাচে ব্রাজিল জিততে পারত নিশ্চিতভাবেই; যদি না ম্যাচের ৬২ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করতেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৮৯ মিনিটে দশ জনের দলে পরিণত হয় ভেনেজুয়েলা। আর সেই সুযোগও লুফে নিতে পারেনি ব্রাজিল। এমতাবস্থায় দলে ভিনির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বলা হচ্ছে, রিয়াল মাদ্রিদে হিরো ব্রাজিলে জিরো ভিনি।

অথচ, কদিন আগেও ধরা হচ্ছিল ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ভিনি। যদিও শেষ পর্যন্ত ভিনিকে ব্যালন ডি’অর না দিয়ে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে বেছে নেয় ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। যা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। সমালোচকদের দাবি, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ভিনিকে কেন ব্যালন ডি’অর দেওয়া হবে না? কেন ব্যালন ডি’অর দেওয়া হলো ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে?

সেই প্রশ্নের উত্তর খোঁজতে গিয়ে জানা গেছে, রিয়ালের হয়ে দারুণ পারফর্ম করলেও ভিনি নিষ্প্রভ ছিলেন ব্রাজিলের জার্সিতে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি রদ্রি কেবল সিটিকে লিগ শিরোপা জেতাতে ভূমিকায় রাখেননি স্পেনকে ইউরো জেতাতেও রেখেছেন অগ্রণী ভূমিকা। অন্যদিকে ব্রাজিলকে কোপা আমেরিকা জেতাতে পারেননি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ভিনিকে কেন ব্যালন ডি’অরের জন্য বেছে নেওয়া হয়নি তা আরও স্পষ্ট হয় দু’জনের পরিসংখ্যানের দিকে তাকালে। গেল মৌসুমে ৫৯টি ম্যাচে ২৬ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন ভিনি। অন্যদিকে মিডফিল্ডার হয়েও ৬৩ ম্যাচে ১২টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন রদ্রি। গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন ১০০টি। যেখানে ভিনির পাস ৭০টি। ভিনি গোলের চান্স মিস করেছেন মোট ২৬টি। বিপরীতে রদ্রি মিস করেছেন মোটে ৪টি। সঠিক পাসের হিসেবেও ভিনিকে পেছনে ফেলেছেন রদ্রি। ম্যাচ হেরেছেন মোটে ১টি। অন্যদিকে ভিনির হার ৩ ম্যাচে।

ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি, কাঠগড়ায় তুললেন স্কালোনি

এসব সমীকরণ ও কার্যকারিতার বিচারে ভিনিকে টেক্কা দিয়ে গেছেন রদ্রি। তবে ভিনি সবচেয়ে ব্যর্থ ছিলেন জাতীয় দলের হয়ে। সেখানেই বাজিমাত করেছেন রদ্রি। সেই সুবাদেই ব্যালন ডি’অর উঠে তার হাতে। যা আরও স্পষ্ট হয় ব্রাজিলে ভিনির পারফরম্যান্সের দিকে তাকালে।

রিয়ালে উজ্জ্বল হলেও ব্রাজিলে ভিনি পাদপ্রদীপের নিচে থেকেছেন সব সময়। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন ভিনি। যেখানে তার গোল সংখ্যা মোটে ৫টি। অ্যাসিস্টও ৫টি। সেই ভিনি সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে পেনাল্টিতেও গোল করতে পারেননি। এমন একজনকে নিয়ে তাই প্রশ্ন উঠা অযৌক্তিক নয়।

ব্রাজিল দলে ভিনির কার্যকারিতা নেই বললেই চলে। ব্রাজিলের ম্যাচেও তেমন একটা প্রভাব রাখতে পারেন না ভিনি। সবশেষ ম্যাচে তো ব্রাজিলের ড্র’য়ের কারণও হয়েছেন তিনি। এই অবস্থায় ভিনিকে সহ্য করতে হচ্ছে কঠিন সমালোচনা। যেখানে তাকে শোনতে হচ্ছে রিয়ালের হিরো ব্রাজিলের ব্রাত্য। ভক্তদের সেই সমালোচনা যে ভুল নয়; সেটা নিশ্চয় প্রমাণ করতে হবে ভিনিকেই।

ব্যালন ডি’অর না জেতায় ক্ষোভে ভিনি বলেছিলেন, ‘দরকার হলে আরও ১০ গুণ শক্তিশালী হয়ে ফিরব। ওরা আমার জন্য প্রস্তুত না।’ ভিনি সেই কথা রেখে যাচ্ছেন রিয়ালের হয়ে। সবশেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৪-০ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ভিনি। কিন্তু ব্রাজিলের জার্সিতে ভিনি সে কথা রাখতে পারলেন কই? উল্টো ডোবালেন ব্রাজিলকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম