Logo
Logo
×

খেলা

২০ বছরের পর এবার ১০ বছরের নিষেধাজ্ঞা লংকান ক্রিকেটারের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম

২০ বছরের পর এবার ১০ বছরের নিষেধাজ্ঞা লংকান ক্রিকেটারের

সংগৃহীত

নারী ক্রিকেটারের সঙ্গে খারাপ আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর দুলিপ সামারাবিরাকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।  এ ঘটনার দুই মাস না যেতেই সেই শাস্তি আরও ১০ বছর বাড়ল। এবার অন্য এক অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে সাবেক এই শ্রীলংকান ক্রিকেটারকে।

অস্ট্রেলিয়ায় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে নতুন করে আরও ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সামারাবিরা। ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বিবৃতিতে জানিয়েছেন, ৫২ বছর বয়সী এই কোচের আচরণ ‘চরম নিন্দনীয়’ এবং ‘আমাদের সব ধরনের অবস্থানের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা।’

এবারের ঘটনা অন্য আরেক নারী ক্রিকেটারের সঙ্গে। সামারাবিরা ‘প্রাইভেট’ কোচ হিসেবে কাজ করার সময়ের ঘটনা সেটি, তবে তখনও তিনি ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ।

নতুন করে পাওয়া এই ১০ বছরের নিষেধাজ্ঞা অবশ্য আগের ২০ বছরের মধ্যেই গণনা করা হবে। যার মানে, ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। ততদিনে তার বয়স হবে ৭২ বছর।

উল্লেখ্য, ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সাত টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলেছেন সামারাবিরা। ঢাকার ক্লাব ক্রিকেটেও তখন তিনি ছিলেন বড় নাম। অনেক স্মরণীয় ইনিংস তিনি উপহার দিয়েছেন ঢাকা লিগে। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং কোচিংয়ে নাম লেখান। ব্যক্তিগত কোচিং করানোর পাশাপাশি তিনি প্রায় ১৬ বছর কাজ করেছেন ক্রিকেট ভিক্টোরিয়ার উইমেন’স প্রোগ্রামের কোচ হিসেবে।

দুলিপ সামারাবিরার ছোট ভাই থিলান সামারাবিরা ক্রিকেট বিশ্বে আরও অনেক বেশি পরিচিত নাম। শ্রীলংকার হয়ে ৮১ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলেছেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ, শ্রীলংকা, নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম