ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা না দিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম
সংগৃহীত
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে সেটারই বদলা নিয়েছে সফরকারী ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। সবশেষ ম্যাচে ইংল্যান্ডের জয় ৪ বল ও ৩ উইকেট হাতে রেখে।
সিরিজ বাঁচাতে এ ম্যাচে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেই ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় রোভম্যান পাওয়েলের দল। পাওয়ারপ্লে শেষ না হতেই ৩৭ রানে হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক পাওয়েল ও রোমারিও শেফার্ড। ১১০ রানে এসে ব্যক্তিগত ৩০ রান করে সাজঘরে ফেরেন শেফার্ড।
ফের ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়ে। এরপর পাওয়েল ৪১ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরলে শেষ দিকে দলীয় সংগ্রহটাকে ১৪০ এর ঘর পার করে স্বাগতিকরা। নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ওয়েস্ট ইন্ডিজের পুঁজি ১৪৫ রান।
ইংলিশ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব মাহমুদ ও জ্যামিই ওভারটন।
জবাব দিতে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। ৩৭ রানে ৩ উইকেট হারায় দলটি। এরপর মাঝে স্যাম কুরানের ৪১ লিয়াম লিভিংস্টোনের ৩৯ রানে ভর করে লড়াই চালায় ইংল্যান্ড। শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন ওভারটন ও রেহান। ১৯.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে টপকে যায় ইংল্যান্ড। এ জয়ে নিশ্চিত হয় ইংল্যান্ডের সিরিজ জয়।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ৩-০ তে এগিয়ে ইংল্যান্ড। আগামী ১৭ নভেম্বর সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ফের মুখোমুখি হবে দু’দল।