Logo
Logo
×

খেলা

বিভেদ ভুলে অলিম্পিকের চেতনায় ভারতকে এক হওয়ার আহ্বান আফ্রিদির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

বিভেদ ভুলে অলিম্পিকের চেতনায় ভারতকে এক হওয়ার আহ্বান আফ্রিদির

সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে উত্তেজনার পারদ এখন চরমে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে আসরটি মাঠে গড়ানো নিয়েই এখন দেখা দিয়েছে শঙ্কা। ভারত তাদের সিদ্ধান্তে অনড়। পাকিস্তানের মাটিতে পা রাখতে না তারা। অন্যদিকে পাকিস্তানের এক কথা, বাকি ৬ দল পাকিস্তানে এলে ভারতকেও এখানে এসেই খেলতে হবে।

এমন পরিস্থিতিতে দু’দলকে সমঝোতার মধ্যে আনতে হিমশিম খেতে হচ্ছে আইসিসিকে। ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার চাওয়া দু’দলকে নিয়েই টুর্নামেন্ট আয়োজন করার। তা নাহলে আর্থিক লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনার ঝুঁকিই বেশি। আর এই পরিস্থিতিতে বিভেদ ভুলে অলিম্পিকের চেতনায় ভারতকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

‘ভারত-পাকিস্তানে কোনো টুর্নামেন্ট নয়’

চলমান পরিস্থিতিতে ঐক্যের আহ্বান জানিয়ে এক্সে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘১৯৭০-এর দশকের পর ক্রিকেট একটি গুরুত্বপূর্ণ মোড়কে অবস্থান করছে। সম্ভবত এটি এখন অন্যতম বড় চ্যালেঞ্জের মুখোমুখি। কাজেই এখনই সময় ভেদাভেদ দূরে সরিয়ে খেলাটির মাধ্যমে আমাদের একত্রিত হওয়ার। ইতিহাস দ্বারা বিভক্ত দেশগুলি যদি অলিম্পিকের চেতনায় একত্রিত হতে পারে তবে কেন আমরা ক্রিকেট এবং চ্যাম্পিয়নস ট্রফির জন্য একই কাজ করতে পারি না?’

ভারত-পাকিস্তান ম্যাচ দীর্ঘমেয়াদে বন্ধ হওয়ার আশঙ্কা ভনের

আফ্রিদি আরও বলেন, ‘এই খেলাটির মাধ্যমে আমরা নিজেদের অহংকে নিয়ন্ত্রণে রাখতে। খেলাটির বৃদ্ধি ও চেতনার দিকে মনোনিবেশ করার স্বার্থে আমি আশা করি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ পাকিস্তানের প্রতিটি দলকে দেখতে পাব। আমাদের আতিথেয়তার অভিজ্ঞতা লাভ করবে দলগুলো। সেই সাথে মাঠের বাইরে কিছু অবিস্মরণীয় স্মৃতি নিয়ে তারা এখান থেকে যাবে।’

উল্লেখ্য, ২০০৮ সালের পর কখনোই পাকিস্তানের মাটিতে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। তবে মাঝের সময়টাতে বেশ কয়েকবার আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে ভারত সফর করেছে পাকিস্তান ক্রিকেট দল। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ভারতে গিয়ে খেলে এসেছে বাবর আজমরা। যদিও এর আগে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে অংশ নেয়নি ভারত।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম