Logo
Logo
×

খেলা

রাতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, সতর্ক দরিভাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৬ এএম

রাতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, সতর্ক দরিভাল

সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীদের এবারের প্রতিপক্ষ তুলনামূলক বেশ দুর্বল। কখনোই বিশ্বকাপ খেলতে পারেনি দলটি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল যেখানে অবস্থান করছে পাঁচ নম্বরে, সেখানে ভেনেজুয়েলার অবস্থান ৪৪।

এই অবস্থায় ভেনেজুয়েলাকে সহজেই হারানোর কথা ব্রাজিলের। তবে ম্যাচে নামার আগে সতর্ক কোচ দরিভাল জুনিয়র। ভেনেজুয়েলাকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানছেন তিনি। বর্তমান ফুটবলে ছোট ও বড় দলের পার্থক্য অনেক কমে এসেছে বলেও মনে করেন দরিভাল।

প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামার আগে সতর্ক দরিভাল বলেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে পেরুকে ৪-০ ও চিলিকে ২-১ গোলে হারালেও তার আগে প্যারাগুয়ে ও উরুগুয়ের কাছে হারতে হয়েছে দরিভালের দলকে। এ কারণেই বাড়তি সতর্ক ব্রাজিলিয়ান কোচ। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’

দরিভাল এরপর বলেছেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে দলটি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান ব্রাজিলের। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে দলটির পয়েন্টের ব্যবধান ৬। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে উত্তীর্ণ হতে হবে প্লে অফ পরীক্ষায়। যেখানে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভেনেজুয়েলা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম