মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথমবার নেতৃত্বে মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত’ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল।
কুঁচকির চোটের কারণে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিয়মিত অধিনায়ক না থাকায় শান্তর জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন মিরাজ। ক্যারিয়ারের এই মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথমবার অধিনায়কের ভূমিকা পালন করছেন তারকা অলরাউন্ডার।
ওয়ানডেতে বাংলাদেশের ১৭তম ও সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ২৩তম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সোমবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।