Logo
Logo
×

খেলা

মিরাজের নেতৃত্বে ‘ফাইনালে’ ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

মিরাজের নেতৃত্বে ‘ফাইনালে’ ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে। এই ম্যাচটি তাই পরিণত হয়েছে ‘ফাইনাল’-এ। যেখানে দু’দলই জয় পেতে মরিয়া।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে চোটে পাওয়ায় এ ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এছাড়াও পেসার তাসকিন আহমেদের পরিবর্তে এ ম্যাচে সুযোগ পেয়েছেন নাহিদ রানা।

তবে শান্তর না থাকা বাংলাদেশ দলের জন্য এ ম্যাচে বড় ধাক্কা। কেননা, শারজায় প্রথম ম্যাচে ৪৭ রান ও দ্বিতীয় ম্যাচে ৭৬ রান করেন শান্ত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬৮ রানের জয়ে ম্যাচসেরা হন শান্ত। তাই সিরিজ নির্ধারণী ফাইনালে শান্তর অভাব বোধ করবে বাংলাদেশ তা বলায় যায়।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার, ফজল হক ফারুকী।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ আফগানিস্তান সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম