Logo
Logo
×

খেলা

রোহিতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বিদ্রুপের শিকার গাভাস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

রোহিতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বিদ্রুপের শিকার গাভাস্কার

ছবি: সংগৃহীত

ক্রিকেটার রোহিত শর্মার পাশে দাঁড়াননি সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তবে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর সেই পরিস্থিতিতে রোহিতের স্ত্রী রীতিকা সাজদে যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনুশকা শর্মার পর রীতিকার রোষের মুখে পড়লেন সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা যেমন খোলাখুলি গাভাস্কারের সমালোচনা করেছিলেন, সেই পথে হাঁটেননি বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে। বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে অ্যারন ফিঞ্চকে স্যালুট জানিয়ে আখেরে গাভাসকারকেই রীতিকা বার্তা দিলেন বলে মনে করছেন নেটিজেনদের একটি অংশ। তাদের ধারণা, ভারতের সাবেক তারকা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার গাভাস্কারকে নিশানা করেই রোহিতপত্নী রীতিকা সেই প্রতিক্রিয়া দিয়েছেন।

সেটির নেপথ্যে আছে গাভাস্কারের একটি মন্তব্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারত হোয়াইটওয়াশ হওয়ার আবহেই সংবাদমাধ্যম স্পোর্টসকে গাভাস্কার বলেছিলেন— আমরা শুনছি যে (অস্ট্রেলিয়ায়) প্রথম টেস্টে খেলবে না রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টেও না খেলতে পারে। যদি সেটাই হয়, তাহলে ভারতের নির্বাচক কমিটির  বলা উচিত যে, যদি তোমায় বিশ্রাম নিতে হয়, নাও। যদি ব্যক্তিগত কারণ থাকে, সেদিকে নজর দাও। কিন্তু তুমি একটি টেস্ট সিরিজের দুই-তৃতীয়াংশ সময় না থাকো, তাহলে সেই সিরিজে শুধু খেলোয়াড় হিসেবে যাওয়া উচিত তোমার। এ সিরিজে আমাদের সহ-অধিনায়ককে অধিনায়ক করে দেব।

এদিকে রোহিত ভক্তরা সুখবর পেতে যাচ্ছেন। সব জল্পনা শেষে রোহিত ফের বাবা হতে চলেছেন। রোহিত নিজে কিছু না বললেও নিউজিল্যান্ড সিরিজের শেষে ভারতীয় ক্রিকেটের হোম সিরিজের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমায় সঞ্চালক জানিয়ে দেন যে, রোহিত ফের বাবা হচ্ছেন। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। 

ভারতীয় অধিনায়ক অবশ্য সেদিনই জানিয়েছেন, এখনো তিনি নিজে নিশ্চিত নন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা। তবে সম্প্রতি আবার একাধিক রিপোর্ট সামনে এসেছে, তাতে দাবি করা হয়েছে যে, ঘরের মাঠে এ রকম বিপর্যয়ের পর পার্থে প্রথম টেস্টে খেলবেন রোহিত।

সেসব কান কথা, জল্পনার মধ্যে রোহিতের দায়িত্ববোধ নিয়ে গাভাস্কার যে প্রশ্ন তোলেন, তা অনেকেই ভালোভাবে নেননি। ফিঞ্চও সহমত পোষণ করেননি গাভাস্কারের সঙ্গে। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর 'অ্যারাউন্ড দ্য উইকেট' পডকাস্টে তিনি বলেন, 'এ বিষয়টায় আমি সানির (গাভাস্কার) সঙ্গে একেবারেই একমত নই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলো রোহিত শর্মা। যদি তুমি বাড়িতে থাকো, তোমার স্ত্রীর সন্তান হবে, সেটি একটি দুর্দান্ত মুহূর্ত। আর সেই ক্ষেত্রে তুমি যত খুশি সময় নাও।'

আর সেই আবহেই ইনস্টাগ্রামে একটি পোস্টে ফিঞ্চকে ট্যাগ করে ‘স্যালুট’ ইমোজি দিয়েছেন রীতিকা। যে পোস্টে গাভাস্কার ও ফিঞ্চের মন্তব্য ছিল। আর সেই পরিস্থিতিতে রীতিকা যে ইমোজি দিয়েছেন, তাতে অনেকে মনে করছেন যে, গাভাস্কারকে নিশানা করেছেন রোহিতপত্নী।

এর আগেও সুনীল গাভাস্কার ভারতীয় দলের অধিনায়কের স্ত্রীর রোষের মুখে পড়েছিলেন। ২০২০ সালে আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে বিরাটের বাজে পারফরম্যান্সের সময় কমেন্ট্রি বক্সে আনুশকার নাম তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন— লকডাউনের সময় শুধু আনুশকার বোলিং সামলেছিলেন বিরাট, যা তাকে খুব একটা সাহায্য করছে না।

আর সেই মন্তব্যে চটে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। রীতিমতো উষ্মাপ্রকাশ করেছিলেন তিনি। বিতর্কের মুখে সাফাই দিয়ে গাভাস্কার দাবি করেছিলেন যে, বিরাটের ব্যর্থতার জন্য আনুশকাকে দোষারোপ করেননি। আর নারীবিদ্বেষী মন্তব্যও করেননি বলে দাবি করেছিলেন গাভাস্কার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম