রোহিতের পক্ষ নেওয়ায় ফিঞ্চকে ঋত্বিকার স্যালুট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এমন হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কঠিন হয়ে গেছে রোহিত শর্মার দলের। সমীকরণ দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ায় গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে জিততে হবে ভারতকে।
সমীকরণ যখন কঠিন, তখন প্রথম দুই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার খেলার সম্ভাবনা কম। জানা যাচ্ছে এ সময় তার স্ত্রী ঋত্বিকা সাজদেহ মা হবেন। যে কারণে এ সময়টাতে পরিবারের সঙ্গেই থাকবেন রোহিত। আর এই অবস্থায় অস্ট্রেলিয়া সফরের জন্য রোহিতের পরিবর্তে অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার কথা বলছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। শেষ তিন ম্যাচে খেললেও রোহিতকে নেতৃত্ব দেওয়ার পক্ষে নন তিনি। যা নিয়েই আপত্তি তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। রোহিতকে সমর্থন জানিয়েছেন তিনি। যা নজরে আসায় ফিঞ্চকে স্যালুট জানিয়েছেন রোহিত পত্নী ঋত্বিকা।
সম্প্রতি এক আলোচনায় রোহিতের নেতৃত্ব নিয়ে গাভাস্কার বলেন, ‘আমরা জেনেছি রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবেন না, সম্ভবত তিনি দ্বিতীয় টেস্টেও খেলবেন না। যদি এমন হয়, তাহলে আমি বলছি, এখনই ভারতীয় নির্বাচক কমিটির বলা উচিত- যদি আপনাকে বিশ্রাম দিতে হয়, বিশ্রাম নিতে হয়, যদি ব্যক্তিগত কারণ থাকে। আপনি যদি দুই-তৃতীয়াংশ ম্যাচ অনুপস্থিত থাকেন তবে আপনাকে এই সফরে যেতে হবে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে। আমরা সহ-অধিনায়ককে অধিনায়ক হিসেবে পাঠাব এই সফরে।’
গাভাস্কার আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি নিউজিল্যান্ড সিরিজ ৩-০ তে জিততাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কারণ আমরা এই সিরিজটি ৩-০ তে হেরেছি, তাই একজন অধিনায়কের প্রয়োজন আছে। অধিনায়ককে দলকে একত্রিত করে। যদি শুরুতে অধিনায়ক না থাকে তবে অন্য কাউকে অধিনায়ক করাই ভালো।’
গাভাস্কারের এমন মন্তব্যের সঙ্গে ভিন্নমত জানান ফিঞ্চ। বলেন, ‘আমি সানির (সুনীল গাভাস্কার) সাথে সম্পূর্ণরূপে একমত নই। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আপনার স্ত্রীর সন্তান হওয়ার কারণে যদি আপনার বাড়িতে থাকার প্রয়োজন হয়... এটি একটি সুন্দর মুহূর্ত... এবং আপনি এটি গ্রহণ করুন।’
ফিঞ্চের এমন সমর্থন বেশ ভালো লেগেছে ঋত্বিকার। ইনস্টাগ্রামে ফিঞ্চকে ট্যাগ করে তার ওই মন্তব্যের জন্য তাকে ‘স্যালুট’ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রোহিত পত্নী।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর। যা শেষ হবে আগামী ৩ জানুয়ারি সিডনি টেস্টের মধ্যে দিয়ে।