Logo
Logo
×

খেলা

জাকের-নাসুমের কাছেই হেরে গেছে আফগানরা, মানছেন শহীদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ এএম

জাকের-নাসুমের কাছেই হেরে গেছে আফগানরা, মানছেন শহীদি

ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে ২৫৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে অভিষিক্ত জাকের আলি ও দীর্ঘদিন পর খেলতে নামা নাসুম আহমেদের কল্যাণে। নয়তো যেই গতিতে ব্যাট করছিল বাংলাদেশ। তাতে ১২০ কিংবা ১৩০ এই আটকে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। এই দুই ব্যাটারের নৈপুণ্যে শেষ ৫ ওভারে ৫২ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। তাতে বোলাররা পায় লড়াই করার রসদ।

বোলিংয়ে নেমে আফগানদের ১৮৪ রানে থামিয়ে ৬৮ রানের জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অথচ, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল আফগানরা। দলটি ঠিক কোথায় হেরে গেল তা ম্যাচ শেষে জানিয়েছেন দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। যেখানে হারের জন্য শেষ ৫ ওভারকেই দায়ী করেছেন তিনি।

শেষ দিকে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত জাকের আলি ও দীর্ঘ দিন পর ফেরা নাসুম। জাকের ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলছেন। অন্যদিকে নাসুমের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৪ বলে ২৫ রান। যাকে হারের কারণ হিসেবে দেখছেন আফগান অধিনায়ক।

ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় শহীদি বলেন, ‘এটা কঠিন ছিল। আমি মনে করি শেষ ৫ ওভারে ৪০ রান (আসলে ৫২ রান) এবং এটাই হারের কারণ। আমরা ভালো খেলেছি, কিন্তু উইকেট ছিল ব্যবহৃত এবং দ্বিতীয় ইনিংসে (এমন উইকেটে) ব্যাট করা কঠিন ছিল।’

আরও যোগ করেন, ‘প্রথম ১০ ওভার আমরা যেভাবে বোলিং করেছি, এটা মান অনুযায়ী ঠিক ছিল না। এ ছাড়া শেষ ৫ ওভারের মূল্যও দিতে হয়েছে। কারণ, আমরা বেশি রান দিয়ে ফেলেছি।’

আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করার কথাও বললেন হাশমতউল্লাহ, ‘আমরা এটা নিয়ে ভাবব। ব্যাটিংয়ে আমরা ব্যাক-টু-ব্যাক উইকেট হারিয়েছি। আমাদের কয়েকটা পার্টনারশিপ দরকার ছিল। আমরা এটা নিয়ে সবাই মিলে আলোচনা করব।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ আফগানিস্তান সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম