বাফুফের নতুন কমিটির সদস্যরা কে কোন দায়িত্ব পেলেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
জাতীয় ন্যাশনাল টিমস কমিটি ও ফিন্যান্স (অর্থ) কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাছেই রেখে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়াল।
শনিবার নতুন কমিটির প্রথম নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিভিন্ন উপ-কমিটির প্রধানদের নামও ঘোষণা করা হয় সভা শেষে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানই থাকছেন। নারী উইংয়ের প্রধান হিসেবে রয়েছেন মাহফুজা আক্তার কিরন।
ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরিফ, পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান হাজী টিপু সুলতান, স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া গোলাম গাউছ ও বিজন বড়ুয়াকে।
অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল কাপ চেয়ারম্যান হিসেবে মঞ্জুরুল করিমকে, অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছাইদ হাছান কানন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কমিটির (ডিএফএ চেয়ারম্যান) ইকবাল হোসেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনকে করা হয়েছে।
বাফুফে গঠনতন্ত্র সংশোধন ও ইলেকশন কমিটি করা হয়েছে তিন সদস্যের। ডিএফএ মনিটরিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে মনজুরুল আলম দুলালকে। এছাড়া বাফুফে গঠনতন্ত্র সংশোধন ও ইলেকশন কমিটিতে জায়গা পেয়েছেন, জাকারিয়া, জেইন ও ইমরান। ডিএফএ মনিটরিং কমিটির প্রধান দুলাল।
জানা গেছে, সভায় গঠিত কমিটির মেয়াদ থাকবে এক বছর। তবে ফাইনান্স কমিটির মেয়াদই কেবল আগামী চার বছরের জন্য। এদিকে বাফুফের সদস্য পদে ড্র হওয়া দুই সদস্যের মধ্যে পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। ওই দিন সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বাফুফে ভবনে।
গত ২৬ অক্টোবর নির্বাচনে সমান ৬১ করে ভোট পেয়েছিলেন একলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি।