ছক্কায় ওয়েস্ট ইন্ডিজ রাজত্বে ভাগ বসালেন ক্লাসেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
ডারবানে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের ২০২ রানের জবাবে ম্যাচ হেরেছে ৬১ রানের বড় ব্যবধানে। অবশ্য এমন হারের মধ্যে প্রশান্তির হাওয়া দিয়েছে হেইনরিখ ক্লাসেনের এক রেকর্ড।
এই আগ্রাসী ব্যাটার ভারতের বিপক্ষে স্বভাববিরুদ্ধ ২২ বলে ২৫ রানের একটা ইনিংস খেলেছেন। যেখানে ছিল ১টি ছক্কার মার। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ রাজত্বে ভাগ বসানো হয়ে গেছে প্রোটিয়া এই ব্যাটারের। চতুর্থ ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন এই প্রোটিয়া ব্যাটার।
এর আগে, এই কীর্তি ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দখলে। যেখানে আগের তিন ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরান। তাদের সঙ্গেই এবার নিজেকে তালিকাভুক্ত করলেন ক্লাসেন।
এ তালিকায় অবশ্য দাপটা ক্রিস গেইলের। সাবেক এই ক্রিকেটার এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা মেরেছেন ৬ বার। বাকিরা সবাই ১ বার করে গড়েছেন এই কীর্তি। এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কার কীর্তি প্রথমবার দেখা যায় ২০১১ সালে। সেই বছর গেইল ছক্কা মারেন ১১৬টি। এরপরের দুই বছরেও ১০০ ছক্কার বেশি মারেন এই ওপেনার। মাঝে ২০১৪ বাদ দিয়ে আবার ন্যূনতম ১০০টি করে ছক্কা মারেন ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে।
গেইলের পর এ তালিকায় নাম লেখান আন্দ্রে রাসেল। তিনি ২০১৯ সালে ছক্কা মারেন ১০১টি। এ তালিকায় পরের নামটি নিকোলাস পুরানের। তবে এই ব্যাটার ছাড়িয়ে গেছেন সবাইকে। চলতি বছর এখন পর্যন্ত ১৬৫টি ছক্কা মেরেছেন পুরান। যা এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
আর এই রেকর্ড গড়তে পুরান খেলেছেন ৬৭ ইনিংস। অন্যদিকে কাল ক্লাসেন ১০০ ছক্কা মেরেছেন নিজের ৪৯ ইনিংসে। তবে এর মধ্যে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের রাজত্বে ভাগ বসিয়েছেন প্রোটিয়া এ ব্যাটার।