Logo
Logo
×

খেলা

এবারও ফ্রান্স দলে নেই এমবাপ্পে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:২০ এএম

এবারও ফ্রান্স দলে নেই এমবাপ্পে

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের সবশেষ দুটি ম্যাচে ফ্রান্সের স্কোয়াডে রাখা হয়নি কিলিয়ান এমবাপ্পেকে। সে সময় ফরাসি তারকার সামান্য চোটের কথা বলা হলেও এবার সেই চোট নেই। স্বাভাবিকভাবেই তাই ধরা হচ্ছিল আসন্ন নেশনস লিগের ম্যাচে থাকবেন এমবাপ্পে। তবে দল ঘোষণায় নেই এমবাপ্পের নাম। যা অবাক করেছে অনেককেই।

চলতি মাসে ইসরাইল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে এমবাপ্পেকে রাখেনি কোচ দিদিয়ের দেশম। যা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সেই প্রশ্নের উত্তরে এমবাপ্পেকে ঠিক কি কারণে রাখা হয়নি সেটা স্পষ্ট করেননি দেশম।

অনেকের ধারণা ফর্মহীনতার জন্য রাখা হয়নি এমবাপ্পেকে। কেননা, রিয়াল মাদ্রিদে সময়টা ভালো যাচ্ছে না এই ফরাসি সুপারস্টারের। রিয়ালের জার্সিতে সবশেষ তিন ম্যাচেই হারতে হয়েছে এমবাপ্পেকে। কোনো ম্যাচেই পাননি গোলের দেখা। যা নিয়ে সমালোচিত হতে হচ্ছে ফরাসি সুপারস্টারকে। এবার ফ্রান্সেও জায়গা হয়নি তার। যে কারণে অনেকে রিয়ালে ফর্মহীনতাকে ফ্রান্সে এমবাপ্পের না থাকার কারণ হিসেবে দেখছেন।

তবে বিষয়টি তেমন নয় বলে জানিয়েছেন দেশম। ফরাসি কোচ বলেন, ‘ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু এই পর্বের ম্যাচের জন্য।’ এমবাপ্পে ম্যাচ খেলতে আসতে চেয়েছিলেন বলেও জানান দেশম।

এ বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৬ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। তবে সর্বশেষ এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। বার্সেলোনার বিপক্ষে গোল তো পানইনি, ক্যারিয়ার সর্বোচ্চ ৮ বার অফসাইডের ফাঁদে পড়েছিলেন, যা গত ১৫ বছরের লা লিগায় কোনো খেলোয়াড়ের জন্য এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ।

ফ্রান্স দলে এমবাপ্পেকে না রাখার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে দেশম বলেন, ‘আলোচনায় আমরা হয়তো সব বিষয়ে একমত হই না। তবে খেলোয়াড়দের সঙ্গে এই আলোচনাগুলো আমি করে থাকি। আমি অমন লোক নই যে খেলোয়াড় এসে বলবে আমিই সেরা এবং সবচেয়ে সুদর্শন আর সেটা মেনে নেব। আমি ওদের কথা শুনি। এসব আলোচনার মাধ্যমে সব সময়ই অনুপ্রাণিত হই এবং ব্যক্তিগত বা দলগতভাবে তাদের আগলে রাখি।’

উল্লেখ্য, উয়েফা নেশনস লিগের ম্যাচে আগামী ১৪ নভেম্বর প্যারিসে ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। তিন দিন পর মিলানের সান সিরোয় ফ্রান্সের প্রতিপক্ষ ইতালি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম