Logo
Logo
×

খেলা

শান্তর নেতৃত্ব আর দলের পরিকল্পনা দেখে হতাশ বুলবুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

শান্তর নেতৃত্ব আর দলের পরিকল্পনা দেখে হতাশ বুলবুল

ছবি: সংগৃহীত

ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে হারের দুঃসহ স্মৃতি ভুলে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ; এমনটাই ছিল প্রত্যাশিত। আফগানিস্তানের বিপক্ষে শারজায় দেখা মেলেনি সেটিরও। বরং হতশ্রী ক্রিকেট খেলে নিজের দৈন্যতা আরও ফুটিয়ে তুলেছে বাংলাদেশ। যা দেশে হতাশা ঝরে পড়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে শারজায় নিজ দেশের খেলা দেখতে গিয়ে দুঃসহ স্মৃতি নিয়ে ফিরতে হয়েছে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত এই সাবেক ক্রিকেটারকে। ৬ বছর পর এমন অভিজ্ঞতার কথা নিজের ফেসবুক পেজে জানিয়েছেন আমিনুল।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব, বাংলাদেশের ব্যাটিং, ম্যাচ পূর্ব পরিকল্পনা, শরীরী ভাষা সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম বুলবুল।

২৩৫ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১২০ রান তোলার পর বাকি ২৩ রানের মাথায় যে দল ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানে হারে সেই দলের ক্রিকেটারদের মনোভাব নিয়ে প্রশ্ন তোলায় যায়। প্রশ্ন উঠে কোচিং প্যানেলের ম্যাচ পূর্ব পরিকল্পনা নিয়েও। কোচদের প্রশিক্ষণ দেওয়া আমিনুলও সেটিই ক্রিকেটারদের চোখে আঙুল দিয়ে সেটিই দেখালেন।

বাংলাদেশ দলের খেলা দেখে হতাশা প্রকাশ করে আমিনুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছয় বছর পর আজ শারজাতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল; শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম