২২০ করলেই মিলবে জয়, বিশ্বাস ছিল আফগান অধিনায়কের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। অথচ, বোলিং ও ব্যাটিংয়ের শুরুতে এ ম্যাচে দাপট ছিল বাংলাদেশেরই। যদিও শেষ পর্যন্ত ফলটা পক্ষে গেছে আফগানদের। যা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন দলটির অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। জানিয়েছেন তার বিশ্বাস ছিল ২২০ করতে পারলেই জয় মিলবে এ ম্যাচে।
বোলিংয়ে ৭১ রানেই আফগানদের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলটি ইনিংস শেষ করেছে ২৩৫ রানে। যাকে জয়ের জন্য বেশ ভালো সংগ্রহ ভেবে নিয়েই বোলিংয়ে এসেছিল আফগানরা; এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক। সেই বিশ্বাস কাজেও দিয়েছে ভালোভাবে। তরুণ স্পিনার মোহাম্মদ গাজানফার একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ২৬ রানে এই স্পিনারের শিকার ৬ উইকেট।
তবে বাংলাদেশকে ২৩৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে জয় কি আশা করেছিলেন আফগান অধিনায়ক। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি বিশ্বাস করছিলাম। ৫ উইকেট পড়ার পরও নাবি বেশ ইতিবাচক ছিলেন এবং খুব ভালো খেলেছেন। তার সঙ্গে উইকেটে যে আলোচনা হচ্ছিল, তাকে বলছিলাম যে, ২২০ রান করতে পারলেই যথেষ্ট হবে। সেখান থেকে ২৩৬ রানের লক্ষ্য দিতে পারা তো দারুণ ব্যাপার।’
জয়ে বোলারদের কৃতিত্ব দিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘এরপর বোলাররা নিজেদের কাজ করেছে। সব মিলিয়ে গোটা দলের জন্যই দুর্দান্ত পারফরম্যান্স। তবে বোলাররা, বিশেষ করে স্পিনাররা দারুণ করেছেন।’
চোটের কারণে এই সিরিজে নেই ওপেনিংয়ের বড় ভরসা ইব্রাহিম জাদরান ও স্পিন আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ মুজিব উর রাহমানকে। যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে। যাকে আফগান ক্রিকেটের গভীরতা দেখছেন শাহিদি। বলেন, ‘আমি খুবই খুশি যে, আমাদের অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছেন। যারা নেই, তাদের বিকল্পদের দিকে তাকালেই বোঝা যাবে। ইব্রাহিমের না থাকা দুর্ভাগ্যজনক। এই মুহূর্তে সে আফগানিস্তানের সেরা ওপেনার। মুজিব আমাদের জন্য যা করেছে, তা দারুণ। কিন্তু তার অভাব বোঝা যায়নি।’
সিরিজের পরের শেষে দুই ম্যাচ আগামী শনি ও সোমবার। সেই ম্যাচ দুটিতেই জয়ের ব্যাপারে আশাবাদী শাহিদি। বলেন, ‘আশা করি, দল হিসেবে আমরা আরও ভালো করব। প্রথম ম্যাচের জয়ে আমরা খুবই খুশি। এখন তাকিয়ে আছি পরের দুই ম্যাচের দিকে।’