Logo
Logo
×

খেলা

ক্যারিয়ার শুরুর চতুর্থ মাসেই বর্ষসেরা অ্যাটকিনসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

ক্যারিয়ার শুরুর চতুর্থ মাসেই বর্ষসেরা অ্যাটকিনসন

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পথচলার চতুর্থ মাসেই দারুণ এক স্বীকৃতি পেলেন ইংলিশ তারকা গাস অ্যাটকিনসন।

ক্রিকেট রাইটার্স ক্লাবের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বব উইলিস ট্রফি জিতলেন এই ফাস্ট বোলার।

বর্ষসেরা তরুণ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অফ স্পিনার শোয়েব বাশির। উইমেনস ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ড নারী দলের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। 

মঙ্গলবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত জুলাইয়ে লর্ডসে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সাতটিসহ ম্যাচে ১২ উইকেট নিয়ে সেরার স্বীকৃতি পান অ্যাটকিনসন। অভিষেক সিরিজে তিন টেস্টে তিনি উইকেট নেন মোট ২২টি।

পরের মাসে লর্ডসে ফিরে শ্রীলংকার বিপক্ষে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করেন। পুরুষ ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে লর্ডসের তিন অনার্স বোর্ডেই (ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরি) নাম তোলার কীর্তি গড়েন তিনি। এজন্য দুই ম্যাচে তার লাগে স্রেফ ৪ ইনিংস।

পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৬ টেস্টে মোট ৩৪ উইকেট নেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম