Logo
Logo
×

খেলা

রিশাদেই ভরসা অধিনায়ক শান্তর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২২ পিএম

রিশাদেই ভরসা অধিনায়ক শান্তর

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচটি বিকাল ৪টায় শারজায় অনুষ্ঠিত হবে। শারজায় আফগানিস্তান কোনো ম্যাচ হারেনি। আর আফগানিস্তান দল সর্বশেষ যে ওয়ানডে খেলেছে, তাতে প্রথম সাত ব্যাটসম্যানের পাঁচজনই ছিলেন ডানহাতি। বড় কোনো পরিবর্তন না হলে আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও একই ধরনের ব্যাটিং লাইনআপ দেখা যেতে পারে। প্রতিপক্ষ দলে ডানহাতি ব্যাটসম্যান বেশি থাকলে বাঁহাতি স্পিনারে ভরসা রাখে বাংলাদেশ। কিন্তু আজ কি ভরসা করার মতো কেউ আছে বাংলাদেশ দলে?

আর বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার আছে একজনই—নাসুম আহমেদ। কিন্তু ভিসা জটিলতার কারণে আজ সকাল পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। এমন অবস্থায় বাংলাদেশের বোলিং আক্রমণ চ্যালেঞ্জের মুখে কিনা— এমন প্রশ্নে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, বাঁহাতি বোলার না থাকলেও রিশাদ হোসেন আছে।

এর আগে ২০২৩ সালের মার্চে টি-টোয়েন্টি অভিষেকের পর এরই মধ্যে ২৭ ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন। তবে গত ডিসেম্বরে অভিষেকের পর থেকে ওয়ানডের সংখ্যা মাত্র ৩। সেই তিন ম্যাচও আবার লেগ স্পিনার রিশাদের জন্য খুব ভালো যায়নি। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৬২ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। এ বছরের মার্চে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৫১ রান দিয়ে নেন ১ উইকেট। এর মাঝে সুখস্মৃতি বলতে কিউইদের বিপক্ষে নেপিয়ারের ম্যাচ। বাংলাদেশ দলের ৯ উইকেটে জেতা ম্যাচটিতে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন রিশাদ হোসেন। সব মিলিয়ে তিন ওয়ানডেতে রিশাদের অর্জন ২১.২ ওভারে ১১৭ রান দিয়ে ১ উইকেট, যা ২৭ টি-টোয়েন্টিতে ৩২ উইকেটের বিপরীত চিত্রই বলছে। 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল অবশ্য রিশাদের টি-টোয়েন্টি সাফল্য ওয়ানডেতেও আশা করছেন। প্রথম ওয়ানডেতে নাসুমের খেলা প্রায় অনিশ্চিত, সিরিজে নেই সাকিব আল হাসানও—এমন পরিস্থিতিতে ডানহাতিতে ভরা আফগান ব্যাটিং অর্ডারের বিপক্ষে বাঁহাতি স্পিনারের অভাব কীভাবে পূরণ হবে। 

শান্ত বলেন, আমাদের বাঁহাতি বোলার না থাকলেও রিশাদ আছে। সে টি-টোয়েন্টিতে যেভাবে বোলিং করছে, সে ভালো একটা অপশন হবে।

দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ দুটি টেস্ট সিরিজে টপঅর্ডার থেকে বড় রান পায়নি বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ দিনে সংবাদ সম্মেলনে ওপরের দিকের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলার কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত।

এবার ওয়ানডেতেও একই চাওয়া হলেও ব্যাটসম্যানদের উপভোগও করতে বলেছেন অধিনায়ক, যে কোনো সংস্করণে শুরুটা গুরুত্বপূর্ণ। যারা টপ অর্ডারে ব্যাট করে, তারা চাপ নিয়ে খেলুন, সেটি চাই না। আমি চাই— তারা উপভোগ করুন। সামর্থ্য অনুযায়ী দলের জন্যই খেলুন। ওয়ানডেতে আমরা অতীতে ভালো করেছি। হ্যাঁ, আফগানিস্তান অবশ্যই ভালো দল। তবে আমাদের যে দল আছে, শক্তি অনুসারে খেলতে পারলে অবশ্যই ভালো হবে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ আফগানিস্তান সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম