Logo
Logo
×

খেলা

ম্যাচের মাঝেই বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

ম্যাচের মাঝেই বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

ছবি: সংগৃহীত

বৃষ্টির জন্য মাঠ ছেড়ে উঠেই যাচ্ছিলেন ফুটবলারেরা। সে সময়ই বজ্রপাত। তাতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। আহত আরও তিন জন। ঘটনাটি ঘটেছে পেরুতে। সে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সমাজমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যেতে। ফুটবলারেরা সাজঘরে ফেরার সময়েই বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ় মেসার উপরে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশকর্তারা সিজ়ার রামোস জানিয়েছেন, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তাঁর। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪-য় একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম