Logo
Logo
×

খেলা

শেষ দেখছেন গম্ভীর, চাকরি বাঁচাতে হাতে মাত্র এক সিরিজ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

শেষ দেখছেন গম্ভীর, চাকরি বাঁচাতে হাতে মাত্র এক সিরিজ?

গৌতম গম্ভীর

বেশ ঘটা করেই ভারতের জাতীয় দলের কোচ হয়েছিলেন গৌতম গম্ভীর। আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন করার পর তাকে পেতে সবরকম চেষ্টা চালায় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। তার অনেক দাবি-দাওয়া মেনে নেওয়া হয়, আগের কোচদের তুলনায় দল নির্বাচনে বেশি স্বাধীনতা ভোগ করছেন তিনি।

কিন্তু এতকিছুর বদৌলতে কী ফল পেয়েছে ভারত? ঘরের মাঠে দুই যুগ পর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। কিউইদের কাছে টানা তিন টেস্ট হেরে এই বিব্রতকর মুহূর্তের সাক্ষী হওয়ার পরই গম্ভীরকে নিয়ে ভাবতে শুরু করেছে বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, এমন হারের দায়িত্ব যে খেলোয়াড়দের পাশাপাশি উপরও বর্তায়, তা গম্ভীরকে জানিয়ে দেওয়া হয়েছে।

গম্ভীর দায়িত্ব নেওয়ার পর এখনো ভারতকে বলার মতো কোনো সাফল্য এনে দিতে পারেননি। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলংকায় গিয়ে ২৭ বছর পর দেশটির কাছে ওয়ানডে সিরিজ হেরেছেন। মাঝে বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় সে সাফল্য এখন মলিন।

এছাড়া দল নির্বাচনে পক্ষপাত, পিচের আচরণ বুঝতে না পারার মতো অভিযোগগুলোও এখন প্রবল হচ্ছে। ব্যাটিং অর্ডার নিয়ে ছেলেখেলার অভিযোগও উঠছে তার বিরুদ্ধে। কখনো বিরাট কোহলিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো, কখনো রিশাভ পান্তকে চারে নামিয়ে দেওয়ার মতো কাজ গম্ভীর করেছেন। টেস্টে ব্যাটিং অর্ডার নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা দলের ক্ষতি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাঠের ক্রিকেটে ব্যর্থতা আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গোলমেলে অ্যাপ্রোচের কারণে ভারতের কোচ হিসেবে গম্ভীরের অবস্থান প্রচণ্ড নড়বড়ে হয়ে গেছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকেই তার শেষ সুযোগ হিসেবে দেখছেন কেউ কেউ। নভেম্বরের শেষদিকে শুরু হবে অজিদের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ। এই সিরিজে ফল পক্ষে না এলে ভারতের ডাগআউটে গম্ভীরের টিকে থাকা কঠিন হয়ে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম