ছবি: সংগৃহীত
সিরিজ হারানোর পর ‘হুশ’ ফিরেছে ভারতের। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয়ের আশা জাগাচ্ছে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে কিউইদের করা ২৩৫ রান পেরিয়ে সব উইকেট হারিয়ে ২৬৩ রানে পৌঁছেছিল ভারত। তাদের ২৮ রানের লিড সহজে পেরিয়ে গেলেও ৯ উইকেটে ১৭১ রানে দিনশেষ করা নিউজিল্যান্ড মোটেও স্বস্তিতে নেই।
দ্বিতীয় দিন শেষে কিউইদের লিড ১৪৩ রান। এক উইকেট হাতে থাকা নিউজিল্যান্ড তৃতীয় দিনের সকালে লিড কতটা বাড়িয়ে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়।
প্রথম দিনের শেষ দুই ওভারে তিন উইকেট হারিয়ে বিপদ দেখা ভারতকে এদিন উদ্ধার করেছেন শুবমান গিল ও রিশাভ পান্ত। আগের দিনের অপরাজিত এই দুই ব্যাটার মিলে ভারতকে লিড পেতে সাহায্য করেছেন।
১০ রানের জন্য সেঞ্চুরি মিস করা শুবমান ভারতকে লিডের পথে টেনেছেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়া পান্তের ব্যাটে এসেছে ৬০ রান। শেষদিকে ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৩৮ রানের ইনিংসে ২৬৩ পর্যন্ত পৌঁছায় ভারত।
কিউইদের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন স্পিনার এজাজ প্যাটেল।
এদিকে প্রথম ইনিংসে কিউইদের পাঁচ উইকেট তুলে নেওয়া রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের তটস্থ রেখেছেন। ৫২ রান খরচ করে তুলে নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬৩ রান খরচায় তিন উইকেট ঝুলিতে পুরেছে রবিচন্দ্রন অশ্বিন।
এই দুই স্পিনারের আঙুলের জাদুতে অস্বস্তিতে পড়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান এসেছে তিনে নামা উইল ইয়াংয়ের ব্যাটে। অন্য কোনো ব্যাটার ত্রিশের ঘরও ছুঁতে পারেননি।