Logo
Logo
×

খেলা

বুমরাহর অস্ট্রেলিয়া সফর নিয়ে শঙ্কা, বিপদে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

বুমরাহর অস্ট্রেলিয়া সফর নিয়ে শঙ্কা, বিপদে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খুইয়ে হোয়াইটওয়াশ এড়াতে মুম্বাই টেস্টে মাঠে নেমেছে ভারত। যেখানে একাদশে রাখা হয়নি দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। শুরুতে বুমরাহর না থাকাকে বিশ্রাম হিসেবে বলা হলেও এখন জানা যাচ্ছে ভিন্ন কারণ। যা উদ্বেগ বাড়াচ্ছে ভারতের।

জানা গেছে, বিশ্রাম নয় ভাইরাল জ্বরে ভুগছেন বুমরাহ। আর সে কারণেই মুম্বাই টেস্টে নেই তিনি। আর তার জায়গায় খেলানো হচ্ছে মোহাম্মদ সিরাজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্ট সিরাজের জন্য অগ্নিপরীক্ষার মতো। কেননা, সাম্প্রতিক সময়ে খুব একটা ফর্মে নেই এই পেসার। অস্ট্রেলিয়ার বিমান ধরতে এই টেস্টে তাই ভালো করার বিকল্প নেই তার সামনে।

বুমরাহকে নিয়ে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘জাসপ্রিত বুমরাহ যে ভাইরালে ভুগছিলেন, সেটা থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাই মুম্বাইয়ে তৃতীয় টেস্ট ম্যাচের দলে তাকে রাখা হয়নি।’ এই অবস্থায় বুমরাহকে নিয়ে চিন্তা অস্ট্রেলিয়া সফরের আগে সেরে উঠবেন তো তিনি।

আগামী ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। যেখানে বুমরাহ থাকবেন কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাছাড়া টানা খেলতে থাকা বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটি নিয়েও ভাবতে হচ্ছে বিসিসিআইকে। আর সেই পরিস্থিতিতে তারকা পেসার যদি শারীরিকভাবে একটুও দুর্বল হন, তাহলে সেটা টিম ইন্ডিয়ার জন্য মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তবে ধারণা করা হচ্ছে এখনও অনেক সময় বাকি থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে খুব বেশি বেগ পোহাতে হবে না বুমরাহকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম