রুবেন আমোরিম
স্পোর্তিং সিপির কোচ রুবেন আমোরিমের হাতে ব্রুনো ফার্নান্দেসদের দায়িত্ব তুলে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ডাচ কোচ এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হয়েছেন এই পর্তুগিজ কোচ।
শুক্রবার (১ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ইউনাইটেড জানিয়েছে, আগামী ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলদের দায়িত্ব নেবেন আমোরিম।
এই পর্তুগিজ কোচকে পেতে মোটা অঙ্কের অর্থ খসাতে হয়েছে ম্যান ইউনাইটেডকে। স্পোর্তিংয়ে আমোরিমের রিলিজ ক্লজ ছিল ১ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৯ কোটি টাকা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আমোরিমকে পেতে ইউনাইটেডকে খরচ করতে হয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো বা প্রায় ১৪১ কোটি টাকা।
ইউনাইটেড জানিয়েছে, আমোরিমের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চুক্তি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।
১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলস শিবিরে যোগ দিলেও ক্লাবটিতে আমোরিমের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ২৪ নভেম্বর লিগে ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচ। কারণ চুক্তি অনুযায়ী যেদিন (১১ নভেম্বর) ইউনাইটেডে যোগ দেবেন আমোরিম, সেদিনই শুরু হবে আন্তর্জাতিক বিরতি।
প্রসঙ্গত, ইউনাইটেডের কঠিন এক সময়ে ক্লাবটির দায়িত্ব কাঁধে তুলেছেন আমোরিম। লিগ টেবিলে এখন ১৪ নম্বরে অবস্থান করছে দলটি। সমর্থকদের আশা, আমোরিমের হাত ধরেই ঘুরে দাঁড়াবে রেড ডেভিলরা।