Logo
Logo
×

খেলা

ব্রিটিশ টেলিগ্রাফের বিস্ফোরক তথ্য

বিপিএলে দুই বছরে ৩০টি দুর্নীতির ঘটনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

বিপিএলে দুই বছরে ৩০টি দুর্নীতির ঘটনা

বিশ্বজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি লিগ। টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে এখন টি-টেন, হান্ড্রেডসহ বিভিন্ন ধরনের টুর্নামেন্ট চালু হয়েছে। বছরজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারকা খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় এসব টুর্নামেন্ট। স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটের রমরমা যুগে এসব টুর্নামেন্ট আর্থিক অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে বলে বিস্তর অভিযোগ রয়েছে।

গত ৩০ অক্টোবর ক্রিকেটের হালচাল দিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। টিম উইগমোরের লেখা এই প্রতিবেদনের শিরোনাম, ‘কীভাবে ক্রিকেট নিজেকেই খেয়েছে’।

প্রতিবেদনের একটি অংশে ক্রিকেটে কীভাবে ‘দুর্নীতি’ উৎসাহিত হচ্ছে, সে বিষয়ে নিজের গবেষণা তুলে ধরেছেন প্রতিবেদক। আর সেখানেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

টেলিগ্রাফের সেই প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বিপিএলে ৩০টির বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে এতগুলো অভিযোগের পরও সংশ্লিষ্ট কাউকে নিষিদ্ধ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্নীতি রুখতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাহায্য নেয় না বিপিএল কর্তৃপক্ষ। বরং তারা নিজস্ব ব্যবস্থাপনাতেই ‘সস্তায়’ দুর্নীতিবিরোধী নজরদারি করে থাকে।

বিপিএলের মতো আরও বেশকিছু ফ্র্যাঞ্চাইজি ও লিজেন্ডস লিগে দুর্নীতির অভিযোগ আছে। এসব লিগে দুর্নীতিবিরোধী কার্যক্রমের জন্য আইসিসিকে তালিকাভুক্ত করা হয় না। কাজটি তারা স্বল্প খরচে করে। সেক্ষেত্রে অনেক সমস্যা থেকে যায় বলে টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেলিগ্রাফের প্রতিবেদনে আনা অভিযোগের বিষয়ে বিপিএল কর্তৃপক্ষ নিজেদের অবস্থান পরিষ্কার করেনি।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশ সংস্করণ। তার আগে এমন তথ্য উঠে আসা নিশ্চয়ই আয়োজকদের অস্বস্তিতে ফেলবে।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম