Logo
Logo
×

খেলা

ব্রাজিলিয়ান ফুটবলারকে সংসদে তলব, হতে পারেন আজীবন নিষিদ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

ব্রাজিলিয়ান ফুটবলারকে সংসদে তলব, হতে পারেন আজীবন নিষিদ্ধ

লুকাস পাকেতা/সংগৃহীত

বেটিং কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর এবার আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলিয়ান ফুটবলার লুয়কাস পাকেতা। চলতি বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এবার একই অভিযোগে ব্রাজিলেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

তদন্তের অংশ হিসেবে তাকে তলব করেছে ব্রাজিলের সংসদীয় কমিশন। আর আগামী মার্চে পাকেতার বিষয়ে শুনানি শুরু করবে এফএ।

ফুটবলে জুয়াড়িদের সাহায্য করতে ইচ্ছে করে কার্ড দেখার অভিযোগ রয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে খেলা পাকেতার বিরুদ্ধে। ইংলিশ এফএ তাদের অভিযোগএ বলেছে, ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের সঙ্গে ওয়েস্ট হামের ম্যাচে ইচ্ছে করে কার্ড দেখেছেন পাকেতা।

কেন এমন করেছেন পাকেতা? ম্যাচগুলো নিয়ে বেটিংয়ে অংশ নিয়েছিলেন পাকেতা এবং তার বন্ধুরা। সেখানে লাভবান হতেই ওই কাণ্ড।

পাকেতা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নিরপরাধ প্রমাণের ঘোষণা দিয়েছেন। তবে এফএ’র অভিযোগের মধ্যেই এবার পাকেতার দেশ ব্রাজিলেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অবৈধ বেটিং নিয়ে তদন্তের অংশ হিসেবে ম্যাচ গড়াপেটা বিষয়ে সাও পাওলোর তদন্ত কমিশনে (সিপিআই) এ সপ্তাহে প্রমাণাদি দাখিল করার কথা ছিল পাকেতার। কিন্তু ২৭ বছর বয়সী এ ফুটবলারের আইনি দল তা স্থগিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’ জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর লেস্টার সিটির বিপক্ষে ওয়েস্ট হামের ম্যাচটি খেলতে পারবেন না পাকেতা। কারণ, গত বুধবারের নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্রাজিলের সংসদীয় কমিশনের কাছে প্রমাণাদি জমা দিতে হবে পাকেতাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, পাকেতার পরিবারের কয়েকজন সদস্যসহ প্রায় ৬০ জন তার ম্যাচে কার্ড দেখা নিয়ে ৭ থেকে ৪০০ পাউন্ড পর্যন্ত বাজি ধরেছেন। এর মাধ্যমে প্রায় ১ লাখ পাউন্ডের কাছাকাছি আয় করেছেন তারা।

বেটিংয়ের এসব অভিযোগ প্রমাণিত হলে পাকেতাকে আজীবন নিষিদ্ধ করতে পারে এফএ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম