Logo
Logo
×

খেলা

রোহিত-পান্ডিয়ার চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন বুমরাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

রোহিত-পান্ডিয়ার চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন বুমরাহ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড ৫টি শিরোপা জয়ে অবদান রাখেন রোহিত শর্মা। তার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপা জিতে নেয় মুম্বাই। 

২০২০ সালের পর থেকে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না মুম্বাই। সবশেষ চার আসরে চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক ফাইনালেও যেতে পারেনি মুম্বাই। যে কারণে গত আসরের আগেই রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় মুম্বাই।

অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেও দলে রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী বছরের আইপিএলেও মুম্বাইয়ের হয়েই খেলবেন রোহিত। তবে এবারের আসরে তাকে দলের সেরা তিন ক্রিকেটারের চেয়েও কম পারিশ্রমিক দিতে যাচ্ছে মুম্বাই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের জন্য এটা অনেকটা অসম্মানের। তার চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা। 

আইপিএলের ২০২৫ সালের অসরের জন্য প্রতিটি দল ৬ জন করে গত বছরে খেলা ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন। তার মধ্য থেকে ৫ জনকে রেখে দিয়েছে মুম্বাই। সেই তালিকায় আছেন- সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও জাসপ্রিত বুমরাহ ও তিলক ভার্মা। 

তালিকা অনুযায়ী মুম্বাই জাসপ্রিত বুমরাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে রাখল। অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রাখল ১৬.৩৫ কোটি টাকা দিয়ে। পান্ডিয়ার সমান টাকা দিয়েই দলে ধরে রাখল সূর্যকুমার যাদবকে। অথচ রোহিত শর্মাকে তারা রেখে দিল ১৬.৩০ কোটি টাকায়। আর তিলক ভার্মাকে রাখল চার কোটি টাকা দিয়ে। 

বুমরাহকে বেশি টাকা দেওয়ার কারণ, বুমরাহ স্পেশালিস্ট বোলার। বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাকে সব দলই রাখতে চায়। হার্দিক আইপিএলে দলের অধিনায়ক। আর সূর্যকুমার ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। 

রোহিত শর্মার নেতৃত্বে এ বছরই ভারত টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আইপিএল চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। 

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম