Logo
Logo
×

খেলা

ভারতকে হারিয়ে কোয়ার্টারে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

ভারতকে হারিয়ে কোয়ার্টারে পাকিস্তান

ছবি: সংগৃহীত

হংকংয়ে চলছে ৬ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল সিক্সেস। যেখানে গ্রুপপর্বে ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

৬ জনের এই বিশেষ প্রতিযোগিতায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ১১৯ রান জমা করে ভারত। যার জবাবে ৬ বল হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের তারকা ব্যাটার আসিফ আলী ১৪ বলে ৫৫ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

এদিন ব্যাট হাতে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন আসিফ। ১৪ বলে ৭ ছক্কা ও ২ চারে ৩৯২ স্ট্রাইক রেটে ব্যাট চালান এই ব্যাটার। খেলার নিয়মানুযায়ী, ফিফটির পর রিটায়ার্ডহাট হওয়ায় আসিফ নামার পর দলকে লক্ষ্যে নিয়ে যান মোহাম্মদ আখলাখ। এই ব্যাটার ১২ বলে ৪ ছক্কা ও ৩ চারে খেলেন ৪০ রানের ইনিংস। অন্যদিকে ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ৫ বলে ২২ রান।

ভারতকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকেও হারিয়েছে দলটি। ১২৮ রানের লক্ষ্য ছুড়ে জয় তুলেছে ১৩ রানে। তাতে নিশ্চিত হয়েছে দলটির কোয়ার্টার ফাইনালে খেলা।

উল্লেখ্য, ১৯৯৩ সালে হংকং ক্রিকেট সিক্সেস শুরু হওয়ার পর এখন পর্যন্ত চারবার শিরোপা জিতেছে পাকিস্তান। এছাড়াও পাঁচবার রানার্স আপ হয়েছে দলটি। সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালেও খেলেছিল পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম