Logo
Logo
×

খেলা

রিজওয়ানের নেতৃত্ব নিয়ে যা বললেন মালিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

রিজওয়ানের নেতৃত্ব নিয়ে যা বললেন মালিক

ছবি: সংগৃহীত

সম্প্রতি সাদা বলে বাবর আজমের পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করেছে পাকিস্তান। অধিনায়ক রিজওয়ানের যাত্রা শুরু হবে অস্ট্রেলিয়ায় সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে। কঠিন সেই সিরিজ শুরুর আগে রিজওয়ানকে নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন দলটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে অভিজ্ঞ রিজওয়ানকে বেছে নেওয়ায় নিজের সন্তুষ্টির কথা জানান শোয়েব।সৌদি আরবের রিয়াদে এ নিয়ে করা এক প্রশ্নের জবাবে শোয়েব মালিক বলেন, ‘আমি সন্তুষ্ট যে মোহাম্মদ রিজওয়ান ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন; সে একজন স্মার্ট ক্রিকেটার।’

বিভিন্ন ফরম্যাটে রিজওয়ানের সফল নেতৃত্বের প্রশংসা করে মালিক আরও বলেন, ‘আমি তার সাফল্যের জন্য প্রার্থনা করি; ব্যর্থতা আপনাকে আরও শেখায়, যখন সাফল্য আত্মতুষ্টির দিকে নিয়ে যেতে পারে।’

সাদা বলে অধিনায়ক রিজওয়ানের সহ-অধিনায়ক হিসেবে থাকবেন আগা সালমান। তাদের দু’জনের অধীনে দল সাফল্য পেলে ঘরের মাঠে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যেতে পারে তাদের। যেই আসরে শিরোপা ধরে রাখার মিশনে নামবে পাকিস্তান দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম