Logo
Logo
×

খেলা

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

দুই ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের কারণে তিন দিনেই চট্টগ্রাম টেস্ট শেষ। ইনিংস ও ২৭৩ রানের বড় ব‍্যবধানে হারল বাংলাদেশ।

এই পরাজয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারাল টাইগাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ঢাকায় ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে হারে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে হারে টাইগাররা।

চট্টগ্রাম টেস্টে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তিন সেঞ্চুরি আর দুই ফিফটির সাহায্যে ৫ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। 

বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৫৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন মুমিনুল হক সৌরভ। 

৪১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস পরাজয় এড়াতে নেমেও ব্যাটিং ধস টাইগারদের। ৯৪ রানে প্রথম সারির ৮ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের দুয়ারে চলে যায়। 

নবম উইকেটে দুই বোলার হাসান মাহমুদ ও মাহমুদুল হাসান আকন ৩৬ বল মোকাবেলা করে ৩৭ রানের পার্টনারশিপ গড়েন। তাদের কল্যাণেই শত রানের আগে গুঁড়িয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪৩ রান তুলতে সক্ষম হয়।

চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে ঢাকা টেস্টে ৭ উইকেটের জিতে প্রোটিয়া দলটি। 

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম