Logo
Logo
×

খেলা

এবারও ছাদখোলা বাসে সাফজয়ীদের বরণ করবে বাফুফে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৮ পিএম

এবারও ছাদখোলা বাসে সাফজয়ীদের বরণ করবে বাফুফে

ফাইল ছবি

বছর দুয়েক আগে প্রথমবার সাফ ফাইনাল জয়ের পর ছাদখোলা বাসে সাবিনা-সানজিদাদের বরণ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শহরজুড়ে ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে টানা দ্বিতীয়বার সাফ জয় করেছে সাবিনা খাতুনের দল।

এবারও সাফজয়ী নারী ফুটবলারদের ছাদখোলা বাসের মাধ্যমে বরণ করে নেবে বাফুফে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া দুইটা নাগাদ বাংলাদেশে অবতরণ করবে সাফজয়ীদের বহনকারী বিমান। সেখান থেকেই ছাদখোলা বাসে চড়ে বাফুফে ভবনে যাবেন নারী ফুটবলাররা।

প্রসঙ্গত, ২০২২ সালে এই নেপালকে-ই ৩-১ গোলে প্রথমবার সাফ শিরোপা জয় করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।

তবে এবারের আসরে প্রথম ম্যাচে পাকিস্তানে সঙ্গে ১-১ ড্রয়ে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। পরে অবশ্য গ্রুপপর্বে ভারত ও সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ঠিকই আরেকটি শিরোপার খুব কাছে চলে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত দশরথ স্টেডিয়ামে আরও একবার স্বাগতিক নেপালকে হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসব করেছেন মনিকা-ঋতুপর্ণারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম