১৩ হাজার কিমি সাইকেল চালিয়ে রোনালদোর সঙ্গে সাক্ষাৎ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৫:০৪ পিএম
পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করার জন্য সাইকেলে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক ভক্ত।
চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, গত ১৮ মার্চ বাড়ি থেকে রওনা হয়েছিলেন ওই যুবক। দীর্ঘ ৭ মাস সাইকেল চালিয়ে ২০ অক্টোবর সৌদির আল নাসের ক্লাবে পৌঁছান। ওই যুবকের নাম গং। তিনি কাজাকিস্তান, জর্জিয়া, ইরান এবং কাতারসহ বিভিন্ন দেশের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান।
রোনালদো বর্তমান ক্লাব আল নাসর গংয়ের অসাধারণ এই প্রচেষ্টার কথা জানার পর তারকার সঙ্গে সাক্ষাতের আয়োজন করে। ওই ভক্তকে নিজের স্বাক্ষর করা টি-শার্ট উপহার দিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন রোনালদো।
গং তার যাত্রাপথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তিনি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় সঙ্গে রাখেন দুটি ৬০ হাজার পাওয়ার ব্যাঙ্ক, একটি তাঁবু, রান্নার পাত্র, জামাকাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। যেসব জায়গায় খাবারের দাম বেশি ছিল, সেখানে তিনি রুটি খেয়ে জীবন ধারণ করেন।
গং জানান, যাত্রার অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ব এবং ধৈর্যশীল করেছে এবং অনেক নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করেছে। ১০ অক্টোবর রিয়াদে পৌঁছার পর, রোনালদোর সঙ্গে দেখা করার জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হয়, কারণ তখন ইউরোপে ছিলেন সিআর সেভেন। আল নাসর এফসির পক্ষ থেকে তাকে রোনালদোর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, যেটি অবশেষে ঘটেও। গং যখন রোনালদোর সঙ্গে দেখা করেন, তখন এই কিংবদন্তি ফুটবলার তার সঙ্গে করমর্দন করেন এবং জড়িয়ে ধরেন।