Logo
Logo
×

খেলা

কারস্টেনের পাকিস্তানের কোচিং ছাড়ার আসল কারণ তবে ‘এই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম

কারস্টেনের পাকিস্তানের কোচিং ছাড়ার আসল কারণ তবে ‘এই’

গ্যারি কারস্টেন

দায়িত্ব গ্রহণের ৬ মাস না যেতেই পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন খ্যাতনামা কোচ গ্যারি কারস্টেন। যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন; ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কেন পদত্যাগ করলেন এবার জানা গেল আসল কারণ।

জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের পর জিম্বাবুয়ে সফরেও বাবর আজমকে চেয়েছিলেন কারস্টেন। পরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাকে বিশ্রাম দেওয়ার পক্ষে ছিলেন কারস্টেন। তবে তার সেই কথা রাখেনি নির্বাচকরা। এমনকি দল নির্বাচনেও শোনা হচ্ছে না কারস্টেনের কোনো কথা। এই অবস্থায় বোর্ডের সঙ্গে সম্পর্কে টানাপোড়ন চলছিল কারস্টেনের। যার প্রেক্ষিতেই শেষমেশ সরে দাঁড়িয়েছেন কারস্টেন।

তাছাড়া সম্প্রতি আকিব জাভেদ, আলিম দার, আজহার আলিদের নির্বাচক কমিটির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না কারস্টেনের। ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ঠিক করতে তিনি বিশেষ ক্যাম্প করলেও ইদানীং নির্বাচকদের সঙ্গে দূরত্ব বাড়ছিল তার। নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে নির্বাচন করার ক্ষেত্রে মতামত চাওয়া হয়নি কারস্টেনের। যার কারণে শেষমেশ দায়িত্ব ছাড়তে হয়েছে এই প্রোটিয়া কোচকে।

কারস্টেনের জায়গায় অস্ট্রেলিয়া সফরে কোচ করা হয়েছে টেস্ট কোচ জেসন গিলেস্পিকে।

তবে কারস্টেনের বিদায় অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেটের ইমেজকে। কেননা, ৬ মাসের মধ্যে বিদেশি কোচের পদত্যাগ করা কোনো ভালো বিষয় নয়। তাছাড়া কদিন আগে ওয়ানডে বিশ্বকাপের পর দলটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মরনে মোরকেলও। এবার একই পথে হাঁটলেন আরেক প্রোটিয়া কোচ। যা আগামীতে ইমেজ সংকটে ফেলতে পারে পিসিবিকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম