Logo
Logo
×

খেলা

পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন আকিব জাভেদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পিএম

পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন আকিব জাভেদ

ছবি: আকিব জাভেদ

পাকিস্তান দলের প্রধান কোচের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন গ্যারি কারস্টেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লাল বলের কোচ গ্যারি কারস্টেনকে। তবে গুঞ্জন রয়েছে বর্তমান নির্বাচক কমিটিতে থাকা আকিব জাভেদকে দেখা যেতে পারে দেশটির প্রধান কোচের ভূমিকায়। বিষয়টি যে সত্য নয় তা জানিয়েছেন আকিবের ঘনিষ্ঠ সূত্র। পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

আকিব অতিতে সাবেক কোচ মিসবাহ-উল-হকের নির্বাচক হিসেবে দ্বৈত ভূমিকার অন্যতম সমালোচক ছিলেন। কাজেই এখন নির্বাচক হিসেবে কোচের দায়িত্ব নিতে চাননি তিনি। তাছাড়া আগামীতে ডিরেক্টর অফ হাই পারফরম্যান্সের দায়িত্ব পাওয়া কথা রয়েছে তার। তিনিও নতুন খেলোয়াড়দের গাইড করতেই বেশি আগ্রহী।

এদিকে অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকেও তার ভূমিকা সম্পর্কে স্পষ্ট করেছে নির্বাচকরা। যেখানে দল নির্বাচনে কোনো ভূমিকা থাকবে না তার। তিনি কেবল নির্বাচকদের জানাতে পারবেন কেমন ক্রিকেটার চাচ্ছেন তিনি। বাকি দল ঘোষণা থেকে শুরু করে একাদশ নির্বাচনে ভূমিকা থাকতে তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটির।

পিসিবির এমন প্রস্তাবে নাকি শুরুতে রাজি হতে চাননি রিজওয়ান। পরে অবশ্য মত পালটেছেন তিনি। যে কারণে সাদা বলে অধিনায়ক করা হয়েছে তাকে। একই রকম প্রস্তাব নাকি দেওয়া হয়েছিল কোচ গ্যারি কারস্টেনকেও। যেখানে দল নির্বাচনে কোনো ভূমিকা থাকত না কোচের। যা মানতে না পেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই কোচ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম