মোহাম্মদ রিজওয়ান
বাবর আজমের পর পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আসন্ন অস্ট্রেলিয়া সফর দিয়ে রিজওয়ান যুগে প্রবেশ করবে পাকিস্তান দল। যেখানে তার জন্য বড় চ্যালেঞ্জ হবে দলের মধ্যে গ্রুপিংয়ের অভিযোগকে মিথ্যা প্রমাণ করে এক হয়ে লড়া। সেই চ্যালেঞ্জ নিতে চান রিজওয়ানও। অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ‘রাজা’ না হয়ে দলের সেবক হতে চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ড্রেসিং রুমে গ্রুপিংয়ের বিষয়টি বারবার এসেছে। দলের হতশ্রী পারফরম্যান্সের কারণে দায়ী করা হয়েছে গ্রুপিংকে। যা নিয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রিজওয়ানকেও। যার উত্তরটা অবশ্য বেশ দক্ষতার সঙ্গেই দিয়েছেন নতুন অধিনায়ক।
গ্রুপিং ইস্যুতে রিজওয়ান বলেন, ‘হ্যাঁ, আমিও একটি গ্রুপের অংশ। যেটা পুরো পাকিস্তান দলের গ্রুপ। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের অধিনায়ক হিসেবে আমার জন্য ১৫ জন খেলোয়াড়ের একটা গ্রুপ আছে।’
অধিনায়ক হিসেবে দলের বাকিদের কাছ থেকে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন রিজওয়ান। বলেন, ‘অধিনায়ক হিসাবে, আমার দায়িত্ব হল টস, উপস্থাপনা ও প্রেস কনফারেন্স ইত্যাদিতে অংশ নেওয়া। তবে সব খেলোয়াড়ই অধিনায়ক এবং নেতা।’
দলের মধ্যে অধিনায়কের প্রভাব বিস্তারের ধারণাকে প্রত্যাখ্যান করেছেন রিজওয়ান। তিনি বলেন, ‘আমি যদি অধিনায়ক থাকাকালীন নিজেকে একজন রাজা ভাবি, তবে সবকিছুই ভুল হবে। আসলে একজন নেতার দলের ১৫ জন খেলোয়াড়ের সেবক হওয়া উচিত।’
উল্লেখ্য, রিজওয়ানের নেতৃত্বে সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান দল অস্ট্রেলিয়া সফর করবে। সফর শুরু হবে আগামী ৪ নভেম্বর প্রথম ওয়ানডের মধ্য দিয়ে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। এরপর অস্ট্রেলিয়া সফর শেষে ২৪ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে রিজওয়ানের দল।