বাবরের হয়ে কথা বলায় বাদ ফখর, আরও এক কারণ জানাল পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম
ফখর জামান
আগামী এক বছরের জন্য ২৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেই তালিকায় নেই ফখর জামানের নাম। যা নিয়ে উঠেছে প্রশ্ন। কেননা, সম্প্রতি বাবর আজমের বাদ পড়া নিয়ে এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি।
স্বাভাবিকভাবেই তাই ধারণা করা হচ্ছে বাবরকে নিয়ে মন্তব্য করার কারণেই বাদ দেওয়া হয়েছে তাকে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পিসিবিপ্রধান মহসিন নকভিকেও। নকভি অবশ্য বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তবে আরও একটি কারণ সামনে এনেছেন তিনি।
ফখরের বাদ পড়া নিয়ে নকভি বলেন, ‘এক্স ইস্যুটি অবশ্যই আছে। তবে এটি তার ফিটনেস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ নয়। তার দুটি সমস্যা ছিল; ফিটনেস পরীক্ষা এবং কারণ দর্শানোর নোটিশ। যা এখনও মুলতুবি রয়েছে। তাই তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।’
এর আগে মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বাবর আজমকে। যা নিয়ে এক্সে পিসিবির দিকে আঙুল তুলে ফখর লিখেন, ‘বাবর আজমকে বাদ দেওয়ার বিষয়ে পরামর্শ করা যেত। ২০২০-২০২৩ এর মধ্যে বিরাট কোহলির গড় অনেক কমে গেলেও ভারত তাকে বেঞ্চে বসিয়ে রাখেনি। তখন তার গড় যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০ ছিল। আর আমরা যদি আমাদের প্রধান ব্যাটসম্যানকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করি, পাকিস্তান এখন পর্যন্ত যা করেছে, এটি পুরো দলকে নেতিবাচক বার্তা পাঠাতে পারে।’
ফখরের এমন বার্তার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আর এবার তিনি বাদ পড়লেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। যার মাধ্যমে দলের শৃঙ্খলার বিষয়ে বাকি ক্রিকেটারদের বার্তা দেওয়ার চেষ্টা করেছে পিসিবি।
যা নিয়ে পিসিবিপ্রধান বলেন, ‘কানেকশন ক্যাম্পে ফখর ভাল কথা বলেছিল। সেই কারণে, আমরা অনেক কিছু ঠিক করেছি এবং আন্তর্জাতিক বিভাগে আরও কিছু করছি। আমি সে কারণে তার প্রশংসা করি। কিন্তু যদি একজন খেলোয়াড় বাদ পড়েন তাহলে এমনটি ঘটতে পারে না।’