Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের কোচ গিলেস্পি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের কোচ গিলেস্পি

জেসন গিলেস্পি

তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান দল। তার আগে দলটির কোচিং প্যানেলে এসেছে বড় পরিবর্তন। পদত্যাগ করেছেন ৬ মাস আগে দলটির প্রধান কোচের চেয়ারে বসা গ্যারি কারস্টেন। তার জায়গায় অস্ট্রেলিয়া সফরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লাল বলের কোচ জেসন গিলেস্পি।

এক বিবৃতিতে পিসিবি, কারস্টেনের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের কোচ হিসেবে জেসন গিলেস্পিকে ঠিক করার বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গিলেস্পি ও কারস্টেনকে একই সঙ্গে দুটি ভিন্ন ফরম্যাটের ক্রিকেটে নিয়োগ দিয়ে ছিল পিসিবি। তবে সাম্প্রতিক সময়ে দল নির্বাচনে কোচের ভূমিকা তুলে নেওয়ায় পিসিবির সঙ্গে দ্বন্দ্বে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কারস্টেন। তার জায়গাতেই এবার বসতে যাচ্ছেন গিলেস্পি।

আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য গিলেস্পিকে নিয়োগ দেওয়া হয়েছে। গিলেস্পিকে বেছে নেওয়ার পেছনে কাজ করেছে; সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডকে সিরিজ হারানো। তাছাড়া এই সফরটি আগামী বছর পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে সাফল্য পেলে দীর্ঘ মেয়াদে সাদা বলেও গিলেস্পিকে বেছে নিতে পারে পিসিবি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম