রোহিতদের সমালোচনায় বাসিত
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ এরই মধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে লজ্জার রেকর্ড গড়ার পর পুনেতেও ভাগ্য খুলেনি রোহিত শর্মার দলের। এখন ওয়াংখেড়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামতে হবে ভারতকে। সেখানে জয় না পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বিপদে পড়তে হবে রোহিত-কোহলিদের।
অথচ, কদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশকে এক রকম বলে কয়ে হারিয়েছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলংকায় বিধ্বস্ত হয়েছে ২-০ ব্যবধানে। আর এই অবস্থায় নাকি ভারতকে অতি আত্মবিশ্বাসী করে তুলেছিল। যার খেসারত এখন দিতে হচ্ছে রোহিত শর্মার দলকে। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
ভারতের হার নিয়ে বাসিত তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভারত দুই দিনে জিতেছে। অন্যদিকে শ্রীলংকায় নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে হেরেছে। যা হয়তো ভারতকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তাদের মূল্য দিতে হচ্ছে। নিউজিল্যান্ড তাদের হোমওয়ার্ক করেছে। তাদের হারানোর কিছুই ছিল না।’
নিউজিল্যান্ড দলকে নিয়ে বাসিত বলেন, ‘কেউ ভাবতে পারেনি যে নিউজিল্যান্ড ভারতকে হারাতে পারে। এমনকি কিউইরাও ভাবেনি। তবে তারা ভালো প্রস্তুতি নিয়ে ছিল।’
কদিন পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেই সফরে তারকা পেসার মোহাম্মদ শামির না থাকা অবাক করেছে বাসিতকে। বলেন, ‘আমি অবাক হয়েছি কেন অস্ট্রেলিয়া সফরের দলে মোহাম্মদ শামি নেই। আপনি বুমরাহের উপর সমস্ত বোঝা চাপিয়ে দিচ্ছেন। আর্শদীপ সিং বাঁহাতি পেসার হওয়ার কারণে বৈচিত্র্য যোগ করতে পারতেন, কিন্তু শামি ছাড়া ভারতের ফাস্ট বোলিং আক্রমণ অসম্পূর্ণ মনে হয়। ভারত অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে যেখানে ফাস্ট বোলিং খুবই গুরুত্বপূর্ণ।’