Logo
Logo
×

খেলা

চার মাস না যেতেই পাকিস্তানের কোচিং ছাড়ছেন কারস্টেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ এএম

চার মাস না যেতেই পাকিস্তানের কোচিং ছাড়ছেন কারস্টেন

গ্যারি কারস্টেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে নিয়োগ দিয়েছিল পাকিস্তান। তবে তার অধীনে সময়টা ভালো কাটেনি পাকিস্তানের। বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বাবর আজমরা। তবে ধারণা করা হয়েছিল, সেই সময় পেছনে ঠেলে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে সাফল্য এনে দেবেন দক্ষিণ আফ্রিকার এই কোচ।

যদিও সেই সময় পাচ্ছেন না তিনি। নিয়োগের চার মাসের মাথায় পাকিস্তান দলকে বিদায় জানাচ্ছেন কারস্টেন এখন শোনা যাচ্ছে এমনটাই। বলা হচ্ছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই দায়িত্ব ছাড়ছেন কারস্টেন।

কদিন আগে, নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তার জায়গায় সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেছে পাকিস্তান। আর এর একদিন পরেই জানা গেল, পাকিস্তান ক্রিকেটে কোচের পদ থেকে সরে যেতে চাইছেন কারস্টেন। 

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হচ্ছে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও গ্যারি কারস্টেনের বিদায়টাই হতে পারে পাকিস্তান ক্রিকেটের নতুন ঘটনা। রোববার পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কারস্টেনের না থাকার সম্ভাবনাই বেশি। শুধু অস্ট্রেলিয়া সফর না, এরপরের জিম্বাবুয়ে সফরেও দলের সঙ্গে না থাকার গুঞ্জন আছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই প্রোটিয়া কোচ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম