আবারও ছন্দপতন বিরাট কোহলির। গত জুন থেকেই ফর্মে নেই বিরাট। সবশেষ ১০ ম্যাচের ১৪ ইনিংসে সেঞ্চুরির দেখা নেই। দুটি ইনিংসে ফিফটি (৭৬ ও ৭০) হাঁকাতে পেরেছেন। আরেক ম্যাচে ৪৭ রানে ফেরেন।
বাকি ১১ ইনিংসে ত্রিশের কোটাও পার হতে পারেননি। সাম্প্রতিক এমন বাজে পারফরম্যান্সের কারণে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি।
বাজে পারফরম্যান্সের কারণে মেজাজও ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে বিরাট কোহলির জন্য। তার বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর ভালোভাবেই পড়েছে।
১২ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ হাতছাড়া করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। কিউইদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ০, ৭০, ১ ও ১৭ রান করে ফেরেন কোহলি।
যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে মিচেল স্যান্টনারের বলে এলবিডব্লিউ আউট হয়ে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পথে বরফে পানি রাখার বক্সে ব্যাট দিয়ে সজোরে আঘাত হানেন কোহলি। গ্যালারি থেকে দর্শকরা সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। কোহলির এমন আচরণের ভিডিও সঙ্গত কারণেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছেন কোচ গৌতম গম্ভীরও। যে কারণে ৩১ অক্টোবর শেষ টেস্টের আগে ঐচ্ছিক অনুশীলনকে বাধ্যতামূলক করেছেন গম্ভীর।