নবনির্বাচিত বাফুফে সভাপতিকে বিসিবিপ্রধানের শুভেচ্ছা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পিএম
বাফুফে প্রধানকে বিসিবিপ্রধানের শুভেচ্ছা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। গতকালের নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী, তিনি পেয়েছেন ৫ ভোট।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩৩ কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন এ নির্বাচনে। ভোটারের সংখ্যা নিশ্চিত করেছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।
এদিকে দেশের ফুটবলাঙ্গনের নতুন প্রধান নির্বাচিত হওয়ার পরদিন আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাবিথ আউয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন।
সেখানে ফারুক বলেছেন, আমি তাবিথ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি— তাবিথের নিবেদন ও ভিশন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি বলেন, বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।
উল্লেখ্য, এর আগে বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এসএ সুলতান। তার স্থলাভিষিক্ত হন কাজী সালাউদ্দিন। টানা চার মেয়াদে বাফুফের সভাপতি পদে ছিলেন তিনি। ব্যাপক বিতর্কের মুখে এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি সালাউদ্দিন।
এবার বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি হলেন তাবিথ আউয়াল। আগের দুই সভাপতির চেয়ে ভোটের হিসাবে তাবিথ-ই এগিয়ে ছিলেন। এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ। এবারের নির্বাচনে তাবিথের জয় অনেকটাই নিশ্চিত ছিল। কারণ সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়ান তরফদার রুহুল আমিন। মিজানুর রহমান যে তাবিথের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন না, তা অনেকটা অনুমেয় ছিল।