Logo
Logo
×

খেলা

এল ক্লাসিকোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, পরিসংখ্যানে কে এগিয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:২২ পিএম

এল ক্লাসিকোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, পরিসংখ্যানে কে এগিয়ে

২০২৪-২৫ ফুটবল মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ। হান্সি ফ্লিকের অধীনে লা লিগায় উড়ছে বার্সেলোনা। লিগ টেবিলে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তাদের পার্থক্য মোটে ৩ পয়েন্ট। আজ বার্সাকে হারাতে পারলেই পয়েন্টের দিক দিয়ে সমতায় চলে আসবে রিয়াল। অন্যদিকে বার্সার সামনে সুযোগ লিড ৬ পয়েন্টে বাড়িয়ে নেওয়ার।

কে সুযোগ লাগাতে পারে, তা দেখতে ফুটবলপ্রেমীদের গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ১টায় শুরু হবে এই মহারণ। তার আগে চলুন দেখে নেওয়া যাক এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।

এল ক্লাসিকোর পরিসংখ্যান কথা বলছে রিয়াল মাদ্রিদের পক্ষে। এখন পর্যন্ত দু’দলের মধ্যে ২৫৭টি অফিসিয়াল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিয়ালের ১০৫ জয়ের বিপরীতে বার্সেলোনার জয় ১০০ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে।

তবে বার্সেলোনা এই পরিসংখ্যানে দমে যাওয়ার পাত্র নয়। ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন দুর্ধর্ষ ফুটবল খেলছে। বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগে ৪-১ গোলে হারানোর পর এবার রিয়াল মাদ্রিদকেও দেখে নিতে তৈরি তারা।

তবে রিয়ালের মাস্টার ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তির হাতেও রসদ কম নেই। প্রথমবার মেগাস্টার কিলিয়ান এমবাপ্পেকে ক্লাসিকোর প্ল্যান সাজাবেন তিনি। বার্সার রক্ষণকে চুরমার করে দেওয়ার সামর্থ্য রয়েছে এমবাপ্পের।

মূলত টেবিলের রেস আর দুই দলের সাম্প্রতিক ফর্ম এবার ধ্রুপদী এক ক্লাসিকোর আভাস দিচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম