Logo
Logo
×

খেলা

র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম

র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) র‌্যাংকিং হালনাগাদ করেছে। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের কোন ম্যাচ ছিল না। ম্যাচ না খেলেই ফিফা র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে ১৮৫তম পরিজশনে আছে বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে তারা বলিভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে। ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তারপরও শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসিরা। 

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দুই ম্যাচেই জয় পেয়েছে। পূর্বের মতো র‌্যাংকিংয়ে সেলেসাওরা পাঁচে থাকলেও ১২ পয়েন্ট বেড়েছে দলটির। চারে থাকা ইংল্যান্ডের সঙ্গে কমেছে ব্যবধান। পর্তুগাল ও ইতালি একধাপ করে এগিয়ে যথাক্রমে ৭ ও ৯ এ উঠেছে। দুইধাপ এগিয়ে ১১তম পজিশনে আছে জার্মানি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম